সেই তুমি কবে আসবে বলো?
কস্টেরা সাগর বেলায় বসে আছে
তোমায় নিয়ে ভাসাবে ভেলা...।
শ্রাবণের ঝরে যাওয়ার দুঃখ
তুমি ছাড়া আর বুঝবে কে বলো?


তোমার অতসি চোখে
কামাক্ষার মরুলোকে
নীল জোনাকিরা নেভে আর জ্বলে
প্রেমহীন কুয়াশায় হাজার বছর ধরে,
পাহাড়ের ছায়া হয়ে দাড়িয়ে আছি
কবে তুমি আসবে বলো?
নিদ্রাহীন নিঃস্ব সাগরের কান্না
তুমি ছাড়া আর কে বুঝবে বলো?


তোমার চিবুক ছুঁয়ে
ঐ যে সাগরের দুষ্টু বাতাস
আমার কানে কানে বলে গেল,,,,,
ভালবাসি ভালবাসি.…
সে কি শুধুই কুহক?


তুমি আমায় ভালবাসবে বলে
আমার কাছে আসবে বলে
তোমার অপেক্ষায় যুগ যুগ বসে আছি
কবে তুমি আর আসবে বলো?
শ্রাবণের ঝরে যাওয়ার কষ্ট
তুমি ছাড়া আর কে বুঝবে বলো?