আজ চাঁদ জেগে থাকে জ্যোৎস্না অলিক
আমার উঠোন ময়
ভাঙ্গা জানালায় উঁকি দিয়ে যায়
কি যেন বলিতে চায়।


কাছে গেলে সে যে দুরে সরে যায়
দুরে গেলে বলে আয়
সে যে বড়ই কুহক অপলক চোখ
স্ব্প্নীল মায়া ময়।


সে যে কায়া হীন ছায়া হাটে আবছায়া
ছুটে ছুটে চলে যায়
ফিরে ফিরে আসে জানালার পাশে
চকিতে মিলিয়ে যায়।


সে যে নিশীথ রাতের খেলার সাথী
অদ্ভুত যেন অচেনা অতিথি
জানি না থাকে কোথায়
চাঁদ এলে আসে থাকে আশে পাশে
চাঁদ গেলে চলে যায়।