এখন আমি এক প্রশিক্ষিত প্রেমিক,
ইতোমধ্যে দু আঙ্গুলের কারসাজিতে
কাঁটার আঘাত এড়িয়ে
গোলাপ তোলার কৌশল রপ্ত করেছি।


ভ্রমরের গুন্জরনে, পুলকিত ফুলবনে
মধু আহরণের যে গোপণ রহস্য লুকিয়ে থাকে
তাও জানা হয়ে গেছে;
জেনেছি মৌমাছির পাখার শব্দে
কেন ফুলের পাপড়িরা উদ্বেলিত হয়?


মধুচোর হামিংবার্ডের
মধু চুরির কৌশলও আমি জানি;
প্রজাপতিরা কেনো কি করে
ডানায় রং মেখে ফুলে ফুলে
মধু আহরণ করে, তাও জানতে বাকি নেই।


ভাজা মাছটা উল্টে না খেতে পারার মধ্যে
যে মাহাত্ত্ব আছে, তা জেনেছিলাম অনেক আগেই;
আমি ঘৃণার কাছ থেকে ভালোবাসা শিখেছি
তাই আমায় আর ঘৃণার ভয় দেখিয়ে কোন লাভ নেই… ।