তারিখ ঃ -  ০৮/০২/২০২১ ইং , সময় – রাত – ১১-০০ টা ।

একুশ  ও  স্বাধীনতার  প্রেরণা ।।

একুশের চেতনা থাকলে  প্রাণে
স্বাধীনতার প্রেরণা জাগলে মনে
থাকবে দেশ প্রেম ,
দেশ প্রেম থাকলে ভালোবাসবে দেশ কে
দেশ কে ভালোবাসলে ভালোবাসবে মানুষকে  
মানুষকে  ভালোবাসলে  হবে না স্বার্থপর
স্বার্থপরতা  না থাকলে থাকবে না লোভ
লোভ না থাকলে করবে না
দেশের সম্পদ লুট ।

একুশ ও স্বাধীনতার চেতনায় হলে  উজ্জীবিত
হতে চাইবে না রাতারাতি
অযুত কোটি টাকার মালিক ,
করবে না দেশের মানুষ কে শোষণ ,
অবৈধ পথে বাড়াবে না সম্পদের পাহাড় ,
দায়িত্ব পালনে নিরীহ জনগণ কে
করবে না চরম হয়রাণি ।

একুশ ও স্বাধীনতার মূল্য হলে দিতে
থাকবে না ডুবে দুর্নীতি তে
ঠকাবে না সাধারণ মানুষকে
পাগলের মতো ছুটবে না
গাড়ি , বাড়ি ও ব্যাংক ব্যালেন্সের পেছনে ।  
  
স্বাধীনতার  মর্যাদায় হলে বেগবান্‌
তবে দিতে হবে ত্যাগের আত্মদান ,
বিভোর হবে না ঘুষে ,
সাতরাবে না অসৎ আয়ের রাজ্যে ,
মনুষ্যত্ব দিবে না বিকিয়ে ।
তাই তো সম্মিলন ঘটবে চেতনায় একুশের
আর একুশের মহিমায় হৃদয় ভরপুর ,
প্রদীপ্ত একুশের , প্রজ্বলিত স্বাধীনতার শপথ নেবে
সকল মানুষের সুখের দেশ গড়ার ।

একুশ ও স্বাধীনতা এনে দিয়েছে
মুক্ত মরুৎ , সোনালী দিনমণি র জৌলুস
তাই , মরণ পণে হৃদয়ের  তাগিদে
স্ব দেশের করবো সমৃদ্ধি তে ঝলমল ।

শরীফ নবাব হোসেন ।