তারিখ ঃ- ১৮/০৩/২০২১ ইং , সময় – সকাল – ৯-১৫ মিনিট ।
আমি আমার নই !
জায়গা জমি করি ভাগ
দালান কোটা করি সাফ
টাকা পয়সা করি জমা
পরিশোধে নেই খবর অন্যের পাওনা ।
জন , ধন-সম্পদের বাহাদুরি
আমরা সবাই নিত্য করি
দিনরাত চিন্তা-ধান্ধায় মরি
আসল ছেড়ে নকলের পিছে ঘুরি ।
বানাই অঢেল গাড়ি বাড়ি
সুখের তরে সবই গড়ি
অন্যকে সারাক্ষণ দেয় ধোঁকা
মরলে দেহ খায় পোকা ।
স্বার্থের মোহে পরকে বানাই বোকা
নিঃশ্বাস ত্যাগে হই একা
সারাদিন লোভ লালসায় মত্ত
হাঙ্গরের চরিত্রে গিলতে চাই সমস্ত ।
এত সব কিছুর মালিক নয় কেহ
প্রভুর ইশারায় চলে দুনিয়া সহ
যতদিন সুযোগ দেয় করি ভোগ
রবের ইচ্ছায় কেড়ে নেয় সুখ ।
মরীচিকার ফাঁদে মানুষেরা অন্ধ
সৃষ্টিকর্তা কে ভুলে যায় জগতের বন্দে
অবৈধ আকাঙ্ক্ষায় দিবানিশি ছুটি
অন্যের আমানত নিতে চায় লুটি ।
আনন্দ-উল্লাসে মেতে থাকি বেশ
এক নিমেষে জীবনের সব শেষ
আমরা যতই অন্তরীক্ষে উড়ি
সর্বশক্তি মানের টানে মাটিতে লুটিয়ে পড়ি ।
তাই সীমা লঙ্ঘন না করাই উচিত
এর পরিণতি ও শিক্ষা জুটে সমুচিত
যদি নিয়ম-আদর্শে গড়ি জীবন
দু’জগৎ হবে প্রশান্তির বাগান ।
সব অপকর্ম একদিন যায় থেমে
আকাশে কাল মেঘ এসে জমে
অদৃষ্টে ঘটে কালের জয়-পরাজয়
দম্ভ , অহমিকা , ক্ষমতা মুহূর্তেই ক্ষয় ।
শরীফ নবাব হোসেন ।