তারিখ ঃ – ঃ  ২৬-০৫-২০২২ ইং  , সময়  ঃ সকাল -–৮-০০ টা ।


ঃ   আম  ঃ



সারি সারি আমের বাগান
রয়েছে চমৎকার সাজান
আহা ! সাজ কী সুন্দর
মাতায় পথিকের অন্তর ।


রাজশাহীর শাহী আম  
জুড়ায় অনাবিল প্রাণ
কী মধুর মিষ্টি
মুখে ভারী তৃপ্তি
ভরা তাতে
অপরিসীম পুষ্টি
একবার খেলে
বার বার চায় মন
এ সুস্বাদু আম যেন
সাত রাজার ধন  ! !



খায় রাশি রাশি  
নব বধুর মুখে হাসি
  আমের রসে রঙীন মুখ
সে এক অপূর্ব সুখ
যার নেই আম বাগান
তার অন্তরে মেলা দুখ।


আমের সুঘ্রাণ
পাগল করে মন-প্রাণ
আম খেতে পড়ে রস
চপ্ চপ্ টস্ টস্
দেখে আম হৃষ্ট পুষ্ট
না পেলে মনে কষ্ট  ।।


গাছে আম থোকা থোকা
লোভ সামলায় না পোকা
আম সবার পছন্দ
না জুটলে কপাল মন্দ
নানা জাতের নানা রঙের আম
চিত্তের নৃত্যে আনচান  !


বাজারে আমে ভরপুর
বাজে কিশোরীর পায়ের নূপুর
আমের স্বাদে মধু
আমের দৃশ্যই যাদু
আমে হয় মন জয়
প্রেয়সী-ষোড়শী-নব বধুর  ! !


শরীফ  নবাব হোসেন ।