তারিখ  : - ১০-০২-২০২৪  ইং ।


  অর্জনের    তারতম্য   ( রকমফের )  ? ?
( রচনা  কাল  -  ০৮/০২/২০২৪  ইং । )


শরীফ   নবাব   হোসেন  ।


সিড়ি দিয়ে উঠতে গেলে
ধাপে ধাপে উঠতে হয় ।
উপরের শ্রেণিতে পড়তে হলে
ক্রমান্বয়ে নিচের শ্রেণী উত্তীর্ণ
হয়ে আসতে হয় ।
গাছে উঠতে গেলে
একলাপে যায়না উঠা ।
অর্থাৎ নিয়ম মেনে ও বৈধ ভাবে
করলে কাজ তা হয়
শান্তির ও সাবলীল সুন্দর  । ।


ধোঁকা দিয়ে
বোকা বানিয়ে
প্রতারণার আশ্রয় নিয়ে
অবৈধ অন্যায় ও অসুন্দর পথে অর্জন
তা কোন অর্জন নয় ?
এটা শুধুই মিথ্যা সুখের হাতছানি  ।
এ রকম অর্জনে -------------
নেই মোটেও
সুখ তৃপ্তি ও মনের প্রশান্তি  ।।


আর বৈধ  ও  নিয়মতান্ত্রিকভাবে
মসৃণ পথে  সততার সাথে
অন্যের অধিকার খর্ব না করে
যে অর্জন ,  তাতে আছে ----------
অনাবিল সুখ প্রশান্তি  ও সুমধুর আত্মতৃপ্তি  ! !


অর্জন -
বৈধ অর্জন অবৈধ অর্জন
স্বার্থপরের অর্জন  দেশ প্রেমিকের অর্জন
মানবিক অর্জন  অমানবিক অর্জন
ধর্মীয় অর্জন  অধর্মের অর্জন
সরল পথে অর্জন  পাপের অর্জন
শুভ্র অর্জন  কুৎসিত নষ্টামির  অর্জন
সত্যের অর্জন  মিথ্যার অর্জন
সর্বোপরি মানুষের অর্জন  অমানুষের অর্জন  । ।


মানুষ হিসেবে আমরা  ঃ
সর্বদা সর্বত্র সকলের  
বৈধ ন্যায়সংগত অর্জনকে
স্বাগত জানাবো
আর অবৈধ অন্যায় ও অশুভ অর্জনকে
পায়ে দলে ঘৃণা করবো
বিরোধিতা করবো
করবো প্রতিহত ।


অন্যায় অবৈধ অসংযত অসংগত অমানবিক
অর্জন অসীম হলেও
মানুষের কাছে
মানবিক দৃষ্টিকোণ থেকে
তার কোন নেই মূল্য  ? ?


শরীফ   নবাব    হোসেন  ।


" অভিযাত্রিক  - ২০২৪ "