তারিখ ঃ -–০৪/১২/২০২২  ইং ।


ঃ  অপরূপ পারিজাতে বাংলা মা  ঃ  ! !


শিশির ভেজা
মাটির গন্ধে
হেমন্তে গাঁয়ে
সোনালী ধানে ।।

শীতের পিঠা
খেজুর রসে
আনন্দে খাব
মেলায় বসে ।

অগ্রহায়ণের ঝরা কুয়াশা
শুভ্র শৈলের ধুয়াশা
ঝর্ণার ছল ছল ধারা
সে নয়নাভিরাম নজর কাড়া  ! !

এ বাংলা মাতা
লাবণ্যে গাঁথা
ভুবনে সেরা
অনিন্দ্যে ঘেরা ! !

শরীফ নবাব হোসেন ।