------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- তারিখ ঃ – ১৮-০৬-২০২২ ইং , সময় ঃ সকাল – ১০-৩০ মিনিট ।

আষাঢ়ের   বর্ষণ  ।



আষাঢ়ের বর্ষণ
শ্রান্তিহীন বৃষ্টি পতন
মেঘে মেঘে ঘর্ষণ
বজ্রপাতের দর্শন
জমিতে কর্ষণ
রোপা বুনার আকর্ষণ
ফসলে মাঠ ভরবে
সবুজে ভরে উঠবে
হর্ষে হৃদয় পুলকিত
বর্ষার গানে মুখরিত  ।।


গাছে গাছে কদম ফুল
পারিজাতে করে ব্যাকুল
জলে পাখপাখালির খেলা
বসেছে মাছের মেলা
নদী নালা , মাঠ-ঘাট থৈ থৈ
নৌকা বিহনে যাবে কৈ
খেয়া ঘাটে হৈ চৈ
জেলেরা মাছ ধরে রৈ রৈ
কত কিছু যায় ভেসে
দুরন্তরা বানে নাচে ।  


এমন দিনে ফলের সমাহার
মিষ্টি-মধুর করে আহার
প্লাবিত জলাধার
ভেসে ভেসে করে বিহার
হরেক রকম শাকসবজি
ভোজনে মিলে পুষ্টি
বর্ষার অজস্র প্রাচুর্য
নতুনত্বে আতিশয্যে
আষাঢ়-শ্রাবণের বহুরূপী রূপ
যেন রাজকন্যা সেজেছে অপরূপ  ! !

শরীফ নবাব হোসেন ।