তারিখ ঃ – ২৫-০৫-২০২২ ইং  , সময় ঃ সকাল – ৭-০০ টা ।



বহু    মাত্রিক    সৃষ্টির    কবি   নজরুল  ! !

(  জাতীয় কবির জন্ম দিনে আত্মার শ্রদ্ধাঞ্জলী  )

গানে , কবিতায় , প্রবন্ধে মানবতার কথা তাঁর সারা জীবন
পরাধীনতার শিকল ভাঙতে উৎসর্গ করেছেন যৌবন
অন্যায়ের বিরুদ্ধে ক্ষুরধার লিখনিতে ছিলেন সোচ্চার
আপোষহীনতায় চালিয়েছেন সাম্য , অধিকার ও ন্যায়ের প্রচার  ।



বিচিত্র প্রেমের বারীশে ভাসিয়েছেন তরী নজরুল
কয়েক সহস্র গান রচনা ও সুরের শকুন্ত বুলবুল    
শিশু-কিশোর , দুরন্তের জন্য তিনি ভোরের পাখি
তরুণ-যুবকের তেজোদীপ্ত প্রেরণার নিরন্তর
অগ্নিবীণা আর বিষের বাঁশি ।।



বিদ্রোহী নজরুল বাংলা সাহিত্যের অভ্রে স্বর্ণালী সূর্য
হাতে আর অন্তরে নিত্য রণ তূর্য
গান , কবিতা , প্রবন্ধ , ছড়া , শিশুতোষ , কীর্তন , নাটক
হামদ , নাত ও গজলে ভরে দিয়েছেন প্রাণ প্রাচুর্য   ! !  



তিনি পুষ্পের উপর বসে সাজিয়েছেন হৃদয়ের বাসর
বিহঙ্গের সঙ্গে মিতালিতে বেঁধেছেন গানের আসর
গগনের প্রান্তরে চাঁদ-তারার ভুবনে তাঁর সখ্যতা
প্রেম-ভালোবাসায় মাটি , মানুষ ও প্রকৃতির নিবিড়ে মিত্রতা  ।।



কবির বহু মাত্রিক প্রতিভার ঝলমলে আলো
বাংলা ভাষা ও সাহিত্যকে করেছে সমৃদ্ধ ও আলোকিত
নজরুলের কাব্য সাধনার অনুপম বিস্তৃত জ্ঞান ভাণ্ডার
বিশ্ববাসীকে  করেছে অনন্য শোভায় বিমোহিত !


মানবতার কবি বাংলা ও বাংলা ভাষাকে দানিয়েছেন শ্রেষ্ঠত্বের আসন
তাঁর ঠাঁই কেবলি বাংলা ভাষা ভাসির  হৃদয়ের সিংহাসন ।।  


শরীফ নবাব হোসেন ।