তারিখ ঃ – ১১-০৩-২০২১ ইং , সময় – রাত – ৭-০৮ মিনিট ।
ছড়া কবিতা
সুযোগ সন্ধানী !
সিন্দুক ভর্তি টাকা
মনটা তার বাঁকা
আসে না কারো উপকারে
কুটিল বুদ্ধি তে কল কাটি নাড়ে ।
খোঁজে শুধু নিজের লাভ
দুষ্টের সাথে করে ভাব
অসহায় লোক-জনের করে ক্ষতি
সন্ধানে নিত্য আপনার সদ্গতি ।
লোভীর ফাঁদে কত জন নিঃস্ব
হারায়ে কাঁদে জীবন সর্বস্ব
কূট চালের জালে হয় আবদ্ধ
জীবন জিজ্ঞাসায় নিতান্তই দুর্ভেদ্য ।
ভোক্তা দের ঠকায় সুকৌশলে
কার্যসিদ্ধিতে পটু ছলেবলে
তাদের লিপ্সার রোষানলে
দেহ লীন হয় গড়লে ।
পেটুক দের চাহিদা বেশী আরো
অন্যের শত বাজুক বারো
দেশ ও দশের করে শোষণ
ক্ষমতা ধরের করে তোষণ ।
সুবিধা বাদীরা কামায় কাড়ি কাড়ি
বানায় অঢেল গাড়ি বাড়ি
সাথে থাকে সুন্দরী নারী
বেকাদায় পরলে বিদেশ পাড়ি ।
দালাল সিন্ডিকেট রা চাটে পা
সাধারণের মাথায় মারে ঘা
সুযোগ বুঝে খোপ মারে সে
দেশের সম্পদ হাতিয়ে নেয় ।
তাদের কে করি সবাই ঘৃণা
হোক যত চেনা , জানাশুনা
এরা নয় তো দেশের আপন
জাতির স্বার্থে বয়কট প্রয়োজন ।
শরীফ নবাব হোসেন ।