তারিখ ঃ – ১২/০৩/২০২১ ইং ,
ছোট্ট মণি
আদরের খনি ।।
আদরের খনি আমির হোসেন
আমরা করি তার যতন
সে হাসে ছবির মতন
আদরে – সোহাগে অন্তরের রতন ।
ছড়ায় ফুলের সৌরভ
হবে আগামীর গৌরব
বিলায় প্রসূ্নের সুবাস
তার মাঝে অকৃত্রিমের আবাস ।
হাসি-খুশিতে ভরপুর
নানা বাহানায় সুমধুর
ইশারা –ইঙ্গিতে প্রাণ মাতায়
বুকের মাঝে নিয়েছে ঠাঁই ।
বড়জনদের রাখে মাতিয়ে
প্রফুল্লতায় দেয় ভরিয়ে
মিষ্টি মুখের মিষ্টি হাসি
তার পরশে সুখে ভাসি ।
সে পাখি মতো উড়তে চায়
মাছ রূপে ভাসতে চায়
ঘুরা ফিরায় মজা পায়
মনের কোন ঠিকানা নাই ।
দেখলে তারে হৃদয় ভরে
যত ব্যথা যায় দূরে
আনন্দ নাহি ধরে
দুষ্টুমিতে প্রাণ কাড়ে ।
দূরে থাকলে ও করি অনুভব
তারই ছায়া , মায়া-মমতা
মনে পড়ে প্রতিক্ষণে
হিয়া , কায়ায় জড়িয়ে ঐ মায়াবী লতা । ।
এদের নেই অর্থ-সম্পদের মোহ
তাই তো বহে প্রশান্তির আবহ
এরা ধরায় এখনো নিষ্পাপ
পাচ্ছে অবিরত সৃষ্টিকর্তার আশীর্বাদ ।
শরীফ নবাব হোসেন ।