১৪/১১/২০২০ ইং , সময় – বিকাল -৩-৩০ মিনিট
ছোট্ট মণি – আমির হোসেন !
আমির হোসেন
ছোট্ট মণি
বাড়িতে সবার
নয়ন মণি ,
থাকে সদা
হাসি খুশি
আদর চাই
বেশী বেশী ।
মুখের দিকে
চেয়ে থাকে
কখন তাকে
কোলে নেব ,
মিষ্টি মিষ্টি হাসে
ঝাঁপ মেরে
কোলে আসে
আনন্দে ভাসিয়ে রাখে !
দুষ্টুমি তার
রাশি রাশি
প্রাণে বাজে
মায়ার বাঁশি ,
যেন সকালে ফোঁটা
শাপলা ,পদ্ম
আত্মার নিকেতনে
শোভাময় অনবদ্য ।
ছোট্ট মণি
আমির হোসেন
আদর বুঝে
আদর খোঁজে ,
ঘুরে বেড়ালে
চারিদিকে দৌড়ালে
শান্তিতে তার
মনটি মজে ।
এক কোল থেকে
আর এক কোলে
সবার সাথে
হেসে খেলে ,
দিন কাটে
রাত কাটে
ভাবনা লেশ হীন
আনন্দেতে মেতে ।
হাঁস মুরগী
পশু পাখি
দেখলে হয়
বড় খুশি ,
প্রকৃতির সাথে
যা আছে
তাদেরকে কাছে পেলে
ওর মন টা নাচে ।
মুখের বুলি
ফুটে নাই ,
অ্যাঁ ও চোখে মুখে
অনেক কথা
বলতে চাই ,
আপন করে
নিতে চাই যাতে
সবার ভালোবাসা পায় । ।
সারাক্ষণ অকারণ
ব্যস্ত থাকে
আপন খেলায়
মাতিয়ে রাখে ,
পবিত্র মনে
মাখামাখি সবার সনে
আনন্দ দানে
আত্মার বন্ধনে ।
শরীফ নবাব হোসেন ।
( ৮ মাস বয়সী আমার আদরের প্রিয় নাতি মোঃ আমির হোসেনের উদ্দেশে এ কবিতা টি লেখা , তাকে উৎসর্গ করলাম । ।)