তারিখ ঃ - 26/11/ 2022 ইং ।

দুঃস্থ  জনের  পাশে ।।


আল্লাহর হুকুম ও ইসলামের নির্দেশনা
ধর্ম , বর্ণ , গোত্র , সম্প্রদায়
নির্বিশেষে- চার প্রকার লোককে
দিতে হবে সাহায্য ও সহযোগিতা ।
কেননা ঐসব মানব সন্তান
তখন বাস্তবে ই অসহায় ।।


তারা হলো  ঃ

ক্ষুধার্ত বা অভুক্ত কে
দিতে হবে আহার
বস্ত্র হীন কে দিতে হবে বস্ত্র
রোগী বা অসুস্থ কে দিতে হবে
উত্তম সেবা ও চিকিৎসা
এবং
আশ্রয়হীন কে দিতে হবে আশ্রয় ।।


এ চার ধরণের মানুষকে
করেছে কিনা সাহায্য-সহযোগিতা
কিয়ামতের দিন আল্লাহ তায়ালা
তাঁর বান্দাদের কাছে তা করবেন জিজ্ঞাসা  ?

যারা দুনিয়াতে করে নাই
এ সব উত্তম কাজ
তারা আল্লাহ পাকের
ক্রোধে হবেন নিপতিত ।

প্রকৃত পক্ষে শেষ বিচারের দিন
মহান রব থাকবেন
মজলুমের পাশে এবং
তিলে তিলে আদায় করে দেবেন
তাদের পাওনা ।।


যে সব মানুষের মধ্যে
এ সকল মানবীয় গুণাবলী
নেই বিদ্যমান  ,
শুধুমাত্র করলে ও ইবাদত
তারা হতে পারে না
প্রকৃত মুমিন ।।


উত্তম ও পূত-সুন্দর
চরিত্রের না হলে অধিকারি
এবং
জীবিত থাকা অবস্থায়
না করলে মানুষের কল্যাণ
তারা হতে পারবে না
মালিক আল্লাহর খাঁটি বান্দা  ! !

শরীফ নবাব হোসেন  ।