তারিখ ঃ – ১২/০৫/২০২১ ইং , সময় – সকাল – ৮ – ০০ টা

ঈদের আমোদ
ঈদের প্রমোদ ।।

ঈদের আমোদ প্রমোদ
দুঃখ টা কে করি বিমুখ
হাসিখুশি র বন্যা
প্রীতি-ভালোবাসায় অনন্যা ।  

ঈদের খুশি
ঘরে ঘরে
প্রিয়জনের সাক্ষাতে
মন আনচান করে ।

নতুন টুপি , নতুন  জামা
আনছে কিনে মামা
কাউকে দিছে দুলা ভাই
আনন্দের সীমা নাই ।

ঈদ গাহে সবার দেখা হবে
কোলাকুলি তে ব্যস্ত রবে
হবে ভাব বিনিময়
কেটে যাবে সময় ।  

সবার ঘরে
সবাই যাবে
ফিরনি , সেমাই খাবে
আহ্লাদে দিবা যাবে ।

ছুটাছুটি তে কাটবে দিন
আজ নেই কোন ঋণ
আজিকে নেই অভাব
মিলেমিশে সদ্ভাব ।

ধনী গরীব , বাদশা ফকির
নেই যে ভেদাভেদ
এটাই ঈদের শিক্ষা
সকল মানুষ এক ।

থাকবে না হিংসা-বিদ্বেষ
দ্বন্দ্ব  কলহের রেশ
খুশি মনে সবার সনে
বন্ধন হবে বেশ !

যার কিছু নাই
তাকে সবাই দিবে
ঈদের উল্লাস
ভাগাভাগি সবার হবে ।

ঈদ আসে প্রতি বছর
অপেক্ষায় একটি বছর
সিয়ামে ত্যাগের শিক্ষা
জাগায় মানবতার দীক্ষা ।

কারো মনে কেউ
দিবে না কষ্ট
ঈদ মানে এতে ই
শপথ নিতে সচেষ্ট  ।

শরীফ নবাব হোসেন ।