তারিখ  ঃ – ২৬-০৯-২০২১ , সময় – রাত – ৮-৪০ মিনিট ।

এক  গুচ্ছ   শুভ্র   বাণী  ।।


( ১ )

নির্মল যা তা সুন্দর
অসত্য সর্বদা  কালো
সুকৃতি সরণি
সবার জন্য ভালো ।

( ২ )

শুভ্র চিন্তা-কাজ
চিরায়ত মানুষের প্রিয়
কদর্য , কলুষতা , পঙ্কিলতা
অন্তরে অবিনশ্বর ঘৃণিত ।

( ৩ )

ইচ্ছা –আকাঙ্ক্ষা , অভিপ্রায়
হবে অনেক বৃহৎ
অনেক মহৎ
সমুজ্জ্বলে ভরবে জগৎ ।

( ৪ )
মহৎ অভীপ্সা র
পরম-শ্রেষ্ঠ  ত্যাগ , কর্ম
ছড়াও মানবের মাঝে
সদাশয় বিনম্রতার সাথে ।

শরীফ নবাব হোসেন ।