তারিখ ঃ – ২২/১১/২০২০ ইং , সময় – সকাল – ১০-৩০ মিনিট ।
ফেসবুকের আড়ম্বরতা । ।
ফেসবুকে বসে আছে
ঘণ্টার পর ঘণ্টা
অকারণে মজা পায়
অবুঝ মন টা ।
এটা দেখে , সেটা দেখে
দেখার নেই তো শেষ
কি করতে কি করে
অকাজে সময় কাটে বেশ ।
আপন কাজ-কর্মের
থাকে না খবর
দুনিয়া শুদ্ধ মাথায় চাপে
হয়ে যায় বেখবর ।
হাজার হাজার বন্ধু জুটে
আত্ম- তৃপ্তিতে হৃদয় লুটে
কেউ কারো আসে না কাজে
অবশেষে শূন্যতায় ভোগে ।
পরিচয় ,ডেটিং , চেটিং , বন্ধুতায়
থাকে না হুশ
চিত্ত মজেছে কোন বৃত্তে
সে চিন্তায় বেহুঁশ !
আসে ভালোবাসার অফার অবিরত
ক্ষণিকের প্রেমে মগ্ন থাকে রত
ফেসবুকের পর্ব শেষ
থাকে যে যার মতো ।
নানা কথার ছড়াছড়ি
বিনা সুতার জড়াজড়ি
সখ্যতার মনোরম মাখামাখি
আপন কে , খুঁজে দেখি ।
ফেসবুক সামাজিক যোগাযোগ
বহু হারানো বন্ধু , প্রিয়জনের সাথে
হয়ে থাকে বন্ধনের সংযোগ
করতে হবে ফলপ্রসূ ব্যবহারের সুযোগ ।
এতে আছে ম্যাসেঞ্জার , ওয়াটস আপ
সবই সহজ যোগাযোগে বাজিমাৎ
যোগাযোগ টা যদি শুভ্র কাজের
উপচয় , হিত হবে তবে সমাজের ।
সারা ভুবন আছে ডুবে
বর্তমানে ফেসবুকের বুকে
যার যেখানে ইচ্ছা
ভ্রমন করবে আত্মসু্খে ।
সংযোগ যেভাবে বেড়েছে বিশ্বময়
সমৃদ্ধি , উত্থান হয়নি সেভাবে
মানুষের ঐক্য , মনুষ্যত্ব ও মানবতার
বরং বিস্তার লভিছে অবক্ষয় –অশুভ তার !
ফেসবুক অবারিত গণ মাধ্যম
সর্বস্তরের মানুষের আকর্ষণ
কাম্য অনৈতিক চরিতের অবসান
প্রত্যাশা নৈতিকতার চর্চায় চির দীপ্তিমান । ।
শরীফ নবাব হোসেন ।