তারিখ ঃ – ১৭/০৫/২০২২ ইং ,
গ্রীষ্মের রসালো ফল ।
ভরা গ্রীষ্মের রসালো হরেক ফল
বাড়ায় উদ্যম , শক্তি ও মনোবল
মেটায় তৃষ্ণার সরোবরে জল ।
জাতীয় ফল অতুলন কাঁঠাল
কিছুই তার ফেলার নয়
স্বাদে সুগন্ধে জুড়ি নেই ।
ফলের রাজা মনোরম আম
মুখরোচক আর তৃপ্তিতে অফুরান
হৃদয়ে আনে উল্লাসের বান ।
লাল-সাদা নানা রঙের জামরুল
দেখতে সুচারু , খেতে মজা
চিত্ত কে নিত্য করে আকুল ।
নিখুঁত রঙীন লাল তরমুজ
কী অমৃত সাধ তার !
সহজে নজর কাড়ে সবার ।
নাম তার কালো জাম
খেতে প্রাণ করে আনচান
অতুলনীয় রুচিকর ও পুষ্টিমান ।
হলুদ রঙে রাঙা বাংগি
পাগল পারা সুগন্ধি
এর মোহে সবাই হয় বন্দি ।
গোলাকার ছোট ফল লঠকন
ভেতরে তিন কোষ
চুকা মিষ্টিতে দিল খোশ ।
রসালো হলদে টসটসে আনারস
বহুত মধুর তার পরশ
দেখতে সুন্দর খেতেও সরস ।
থোকা থোকা রক্তিম বরণ লিচু
ছুটতে মন চায় তার পিছু
এমন মজার স্বাদ ! লাগে কী আর কিছু ?
গোল গোল তেলতেলা বেল
বেলের শরবতে সুধাময় জীবন
প্রশান্তির আমেজে থাকে কায়া-মন ।
ভিটামিন সি-তে পূর্ণ লেবুর রস
সুস্বাস্থ্যের জন্য বড়ই উপকারী
করে যায় হরদম ডাক্তারি ।
বাংলার মধু মাসে -
এত সব ফল দিয়ে যায় নাড়া
মনোজগৎ কে করে তারা
নির্যাসে টইটম্বুর পাগল পারা ।
ভিটামিন এ , বি , সি , ডি ও কে
প্রচুর সঞ্চিত রকমারি ফলে
রাখে স্বাদে , সুঘ্রাণে , পরিতৃপ্তির ছায়াতলে ।
শরীফ নবাব হোসেন ।