তারিখ ঃ – ২৪/০৪/২০২১ ইং , সময় – রাত – ১০-০০ টা ।

ইচ্ছে    হচ্ছে   এমনটি  !

ইচ্ছে হচ্ছে পড়ি , নামাজে তারাবী
স্থানটি এমন যা –
বিস্তৃত সুবর্ণ চরের
কোন এক মায়াবী চরে  ,
এক তলা সমান উঁচু
খোলা মাটি বা পাকা ঢিবি ।
এখানে থাকবেনা কোন –
ফ্যাশন লাইট , ফ্যানের বাতাস , এসি
টাইল্স , মোজাইক বা মার্বেল  পাথরে খচিত ভবন ।

এটা হবে অতিকায় ধানক্ষেতের মাঝে
যেতে হবে মেঠো পথে হেঁটে ,
বইবে চারিপাশে
বিলের দূ্রন্ত মাতাল হাওয়া ,
সারা অঙ্গে দিয়ে যাবে
সুশীতল মায়ার আলিঙ্গন ।  
মাথার উপরে সহাস্য কমনীয় বিধুর ভাতি
যে চন্দ্রমা আড়াল হবে সাদা কালো অভ্রে
আবার উঠবে ভেসে ,
চোখে-মুখে এসে পড়বে স্নিগ্ধ  কিরণ ।

চারিপাশে কোলা  ব্যাঙ গাইবে
ভাঙা বাঁশের গান ,
জোনাকিরা জ্বালাবে ও নিভাবে মিটিমিটি ময়ূখ ,
মশার উৎপাতের কারণে
মাটির বর্তনে  জ্বালাবে ধূপ ,
ঝিঁঝিঁ রা ডাকবে সারাক্ষণ
ঝিঁ ঝিঁ , ঝাঁ ঝাঁ ,
এর সাথে শোনা যাবে দমে দমে
কয়েক নিশা পাখির ডাক ।  
  
ঐ প্রিয় মন ভোলা  জায়গাটির
চতুর্দিকে রাজিত হবে ছড়িয়ে ছিটিয়ে
নানা শস্যের ঝোপ  ,
আর আম , জাম , কাঁঠাল , চালতা ও কলা গাছ ,
ঝোপ-ঝাড়ে পাবে শোভা
অনেক অজানা ফুলের বাহারি সাজ ।

এসব পরশে সিক্ত হয়ে
হৃদয়খানি ভরবে সতেজ , ফুরফুরে ,
হবে প্রকৃতির অবারিত  দানে মুগ্ধ !
এমন জাদুকরী মুগ্ধ তায়
সালাত আদায় কী আর
কখনো ললাটে জুটবে জীবনে  ?

শরীফ নবাব হোসেন ।