০৮/১১/২০২০ ইং , সময় – সকাল – ৯ – ৪৫ মিনিট ।
যেমন কুকুর , চাই তেমন মুগুর ?
বাগানের আগাছা শিকড় সহ উপরেতে হয়
না হলে ফলন তো দূরের কথা
মূল গাছের অস্তিত্ব হয় বিপন্ন ।
গাছ পালায় পোকা আসলে
নিধন করা লাগে তাকে
তা না হলে পাতা-কাণ্ড খেয়ে গাছ কে করে ধ্বংস ।
বিছানায় ছারপোকা থাকলে
করতে হয় বিনাশ
নতুবা তাদের কামড়ে মিটে না ঘুমের আশ ।
মশা দমনে প্রয়োজন কয়েল বা মশারি
সে টা না হলে তাদের অত্যাচারে
থাকে না মানুষের বাহাদুরি ।
বসতি থাকে যদি বিষাক্ত সরীসৃপ
তাকে করা লাগে দমন
না হয় সে করে দংশন ।
মানুষের শরীরে বাসা বাঁধে জীবাণু
ঔষধে করতে হয় তার সমাপন
অন্যথায় মানব জীবনের ঘটায় মরণ ।
এভাবে সমাজে বা রাষ্ট্রে
যদি থাকে অনায়াসে বিচরণ –
দুর্নীতি বাজ চালায় কালো হাতে কালো কাজ
স্বজন প্রীতির ধারক একের ন্যায্য অধিকার দেয় অন্যকে
কালোবাজারি আনে পণ্যের কৃত্রিম সংকট
ঘটায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ,
ঘুষখোর সাধারণ নাগরিক কে করে হয়রাণি
ঠেকিয়ে অন্যায় ভাবে অর্থ আমদানি ।
টেন্ডারবাজি অবৈধ ভাবে দেশের ঠিকাদারী করে কুক্ষিগত
সন্ত্রাসী করে সন্ত্রাস , জান মাল লুণ্ঠন
চাঁদাবাজ তাদের চাঁদা আদায়ে মানুষের মাথায় পড়ে বাজ
চিটার-বাট পার এরা মানুষের চলার পথে বাঁধা
আত্ম সাথে জন-জীবনকে করে ছারখার ,
চামচা-চাটুকার অবৈধ নেয় সুযোগ
ঝুপ বুঝে মারে খোপ ,
সর্বোপরি ধর্ষক সমাজের ঘৃণিত চরম শত্রু
মা-বোনের ইজ্জত আবরু
হরণে , হননে এদের পশুত্ব জঘন্য লোম হর্ষক ।
এসব ঘৃণিত রা সমাজের শত্রু
দেশ ও জাতির শত্রু
মানুষ ও মানবতার শত্রু ।
তাদের কে করতে হবে
সমূলে নির্মূল
দুষ্টের দমন
অপরাধীর শাসন
অসহযোগিতা সর্বক্ষণ
জনগণের ঘৃণা আমরণ
অর্থের উৎস বন্ধ করণ
আইনের আওতায় এনে
বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে
দৃষ্টান্তমূ্লক শাস্তির ব্যবস্থা করণ ।
শরীফ নবাব হোসেন ।