তারিখ ঃ – ২২/০৪/২০২১ ইং , সময় – সকাল – ৯-৩০ মিনিট ।
জীবনটা যেমন ?
জীবনটা এমন যেন …………………………
ঝরে পড়া একটি পাতা
বৃন্ত চূত বিকেলের একটি ফুল
ছিলো তাজা , এখন শুকনো কিছু পাপড়ি
গাছে পাকা একটি ফল
বয়ে চলা নদীর জল ।
জীবনটা যেন ………………………
সুরপথে একখণ্ড জমাট মেঘ
নিমেষেই বৃষ্টিতে তার আয়ু শেষ
ঘুমের ঘোরে অলীক স্বপ্ন
কখনো না পেয়েই তা বেশ
ফুল ও পারফিউমের সুগন্ধ
ক্ষণিক পরেই মিলিয়ে যায় দিয়ে আনন্দ ।
জীবন যেমন হয় …………………
নীল নীলিমায় উড়ন্ত বিহঙ্গ
অবশেষে যাবে নীড়ে ফিরে নিঃসঙ্গ
স্রোতে ভাসা কচুরী পানা
গন্তব্যের জানা নেই ঠিকানা
ডুবন্ত দিবাবসুর রঞ্জিত আভা
উজাড় করেই নিঃশেষ তার প্রভা ।
জীবনটা যার মতো ……………………
একটা সুস্বাদু চকোলেট
চুষতে চুষতে হয় শেষ
মুয়াজ্জিনের আজানের সুললিত সুর
অল্পক্ষণেই সমাপন তার দিগন্তের অনতিদূর
শেষ বিকেলের দূ্রন্তদের উচ্ছ্বাসের খেলা
সন্ধ্যায় ভেঙে যায় তাদের প্রাণের মেলা ।
শরীফ নবাব হোসেন ।