০২/১০/২০২০ ইং , সময় – সন্ধ্যা – ৬-০০টা

জীবনের  রূপক  ।।

জীবন একটি
চলন্ত ট্রেন
এক সময়
গন্তব্যের হয় সমাপন ।

জীবন একটি  
জ্বলন্ত মোম
জ্বলে জ্বলে
নিঃশেষে ক্ষয় ।

জীবন একটি
আগুন ধরানো কাঠ
পুড়ে পুড়ে
কয়লা তে সয়লাব ।

জীবন একটি
জ্বলন্ত বাল্ব
হঠাৎ ফিউজে
আঁধারে বিনাশ লাভ ।

জীবন একটি
মজাদার চক লেট
চুষে চুষে বেশ
ক্ষয়ে ক্ষয়ে শেষ ।

জীবন একটি
চঞ্চলা ঝর্ণা  ধারা
নদীর মোহনা তে
সমাপ্তির গতি হারা ।

জীবন একটি    
বহতা নদী
সাগরে মিশে
থামে তার গতি ।

জীবন একটি
পাকা ফল
ঝরে পড়ে
মৃত্তিকার বল ।

জীবন একটি
ভোরে  ফোঁটা ফুল
বিকেলে ঝরে যায়
হৃদয় কে করে ব্যাকুল ।


জীবন একটি
সন্ধ্যার তাজা ফুল
ভোরে বৃন্ত  চ্যুতি
শর্বরী জাগা কে রাখে আকুল ।



জীবন একটি
দিবসের অরুণোদয়
সন্ধ্যায় ডুবে
ব্যথিত করে হৃদয় ।

জীবন একটি
বিভাবরী র পূর্ণ  শশী
আলোর ঝলমলে ব্যাপ্তি
সকালে তার সমাপ্তি ।

জীবন একটি
খেলার মাঠ
খেলা শেষে
শূন্যতায় হাহাকার ঐ মাঠ ।

জীবন একটি
মোহাবিষ্ট  যাদুর খেলা
কিছুক্ষণ তামাশার পর
সাঙ্গ হয় মেলা ।

জীবন ভাসমান
এক পথের পথিক
পথ হারিয়ে
হয় সে বেগতিক ।


জীবন ধারাবাহিক
মঞ্চে র অভিনয়
এর পরি সমাপ্তিতে
অবশেষ নাহি রয় ।

জীবনের মানে খুঁজে না পায়
নেই তার সীমারেখা
নিষ্ঠুর  বিদায় বেলায়
যেতে হয় একা !

শরীফ নবাব হোসেন । ।