তারিখ ঃ – ১৬-০৫-২০২২ ইং , সময় ঃ বিকাল – ৪-০০ টা ।
জ্যৈষ্ঠের ফল ।
জ্যৈষ্ঠের ফল
দেহে লাগে বল
ফলের রসে
মহা তৃপ্তি আসে
সে ফল সুস্বাদু
মনকে করে যাদু
ফল খেয়ে শান্তি
আত্মার প্রশান্তি
নানা রঙের ফল
সৌন্দর্যে অবিচল ! !
গাছে গাছে
ফল ঝুলে
আহ্লাদের আতিশয্যে
সে সব নেয় তুলে
নিরুপম শোভাময়ে
পরান ভোলে
জ্যৈষ্ঠ মাসে
রকমারি ফলের বন্যা
বাংলা এখন সেজেছে
রূপে ভরা রাজকন্যা !
ফল খেয়ে মুগ্ধ
কায়া-হিয়া পরিশুদ্ধ
এর পাগল করা সুগন্ধে
সমীরণের ছন্দে
পাখপাখালি নাচে
মানব চিত্ত হাসে
কাঠ বিড়ালি দৌড়ে
পাকা ফল ঝরে
বড় ছোট সবাই কুড়ায়
মনের সুখে খায়
মধু মাসের ফল
সুরুচির ঢল
জ্যৈষ্ঠ কে ঢেলে দিয়েছে
প্রকৃতির উৎসর্গের প্রাচুর্যে ।।
শরীফ নবাব হোসেন ।