তারিখ ঃ – ২১/০৬/২০২১ ইং , সময় – রাত – ৮- ৪৫ মিনিট ।
জন্মদাতা অত্যুৎকৃষ্ট ! ! ( সনেট )
বাবার মায়া-মমতা খাঁটি চিরন্তন
সন্তানেরা বাবা-মার অনন্ত নন্দন
বাবা ভালোবাসে পুত্র-কন্যা কে নিঃস্বার্থ
তাদের জন্য জীবন করে উৎসর্গ ।
পিতা সন্তান দের দেয় উজাড় করে
নিজের সুখ-শান্তি ত্যাগে হৃদয় ভরে
বাবা ঝি-পুত্রের নির্ভর যোগ্য আশ্রয়
অনাদিকাল দিচ্ছে শান্তি , স্নেহ , পশ্রয় ।
সন্তানের শুভ-সমৃদ্ধি পিতার লক্ষ্য
এদের মহৎ মানুষ গড়া উদ্দেশ্য
তাদের তুষ্টি জনকের লালিত স্বপ্ন
এদের অবনতি বাবা-মার দুঃস্বপ্ন ।
জন্মদাতার শ্রদ্ধায় হই অবনত
একত্রে করবো নিবাস স্বর্গের মতো ।
শরীফ নবাব হোসেন ।