তারিখ ঃ – ০৮-১২-২০২১ ইং , সময় – বিকাল – ৪-২০ মিনিট ।

কার  না  লাগে  ভালো  ! !

শিশুর সোহাগ
মায়ের আদর
বিহঙ্গের কিচিরমিচির
সাঁঝের রাঙা আবীর ।

ঝর্ণা-নদের কলতান
বসন্তের সুমধুর গান
ফুলের বাহার
নৌকায় বিহার ।

প্রিয়তমার হাসি
সুরের তানে বাঁশি
চাঁদের আকাশ
দখিনা বাতাস ।

সবুজে প্লাবিত ক্ষেত
ডোবার পাড়ে ঝাড় বেত
রাতে জোনাকির আবেশ
সৈকতের বালুচরে হাঁটতে বেশ !

অগ্রহায়নের  পাকা ধান
কাঞ্চনার রঙে জুড়ায় প্রাণ
ধান কাটার আনন্দ
গাছে কাঁচা রসের গন্ধ ।

জ্যোৎস্না স্নাত রাত
স্পর্শে প্রিয়ার হাত
নির্ঝরিণীর ধারে হাঁটা
হৃদয়ে রোমাঞ্চের জোয়ার ভাটা  !

শরীফ নবাব হোসেন ।