১৭/১০/২০২০ ইং, সময় – বেলা – ১১-১০ মিনিট ।
কোথায় আমরা আছি দাঁড়িয়ে ?
চারিদিকে বিপুল কপটতার খেলা
মিথ্যার বসেছে চমকপ্রদ মেলা
অনিয়ম টাই বর্তমানে নিয়ম
ভাসতেছে নিত্য অকাজের ভেলা ।
আজ –
মিথ্যার কাছে সত্য পরাভূত
নকলের মাঝে আসল টা বিলীন
অমানবিকতার কাছে মানবতা মলিন
অসৎ , রুক্ষ ব্যবহার ই এখন কুলিন ।
নিষ্ঠুরতা র কাছে দয়া-মায়া পরাস্ত
ন্যায়-নিষ্ঠ অন্যায়ের নিকট দ্বারস্থ
সৎ-মহানুভবতা অসৎ এর অধীনস্থ
সুবিচারের উপর অত্যাচার , অবিচার সুবিন্যস্ত ।
আজ –
আদর্শ , অনাদর্শের হাতে মাথা নত
বেঠিক তায় সব , সঠিক তা এখন গত
বৈধতা হাস্যকর ব্যাপার , অবৈধতা ই চির উন্নত
ভেজালের জালে - খাঁটি , শুদ্ধতার মস্তক অবনত ।
মনুষ্যত্ব একান্ত ই ক্ষীণ , অমনুষ্যত্ব প্রবল
অমানুষের ক্ষমতায় সু-মানুষ নিতান্ত দুর্বল
সাম্য তা নীরব , বৈষম্য সাতিশয় প্রকট
অধিকার প্রাপ্তি র বদলে , জোর-জুলুম , আগ্রাসন বিকট ।
চলমান সভ্যতায় -
চরিত্রের স্খলন , বিচ্যুতি , নৈতিক অধঃপতন এখন স্বাভাবিক
সৎ চরিত্রের আচরণ কে মনে হয় বেগতিক
অশালীনের বন্যায় শালীনতা বেসামাল
বেপর্দা , বেহায়াপনা ,যৌনতা ও উশৃঙ্খলাতায় সমাজ টাল মাতাল ।
দায়িত্ব শীলের চেয়ে দায়িত্বহীনের বেশ দাপট
ত্যাগী রা নিষ্প্রভ , আত্মসাৎ কারী ও লোভীর ঢের দৌরাত্ম্য
সৎ ব্যবসায়ী নয় , অসাধু , কালোবাজারী র ঘাঁটি শক্ত
আমরা সবাই অবৈধ কাজের কাজীর ভক্ত ।
চলমান ক্রান্তি কালে -
নির্মল রাজনীতির হার , লেজুড় বৃত্তি , পদ লেহী , নোংরা রাজনীতির মস্ত প্রভাব
কালো অর্থ ও ক্ষমতার ছড়াছড়ি , দেশ প্রেমিক নেতার অভাব
যেভাবে হোক ক্ষমতা চাই , গণতন্ত্রের প্রয়োজন নাই
আদর্শিক , সাংবিধানিক , পবিত্র সাংগঠনিক ভিত গুলো মৃত প্রায় !
সভ্যতার অনুশীলন সম কালে বিলুপ্তি র দ্বারে
অসভ্যতা , বর্বরতা ও পঙ্খিলতার ভারে
এখনই -
শুভ্রতার শাণিত আদর্শ নিয়ে মানবের ঘুরে দাঁড়াবার পালা
তাহলে হয়তো – অসত্যের বিনাশে বসবে শান্তির মেলা । ।
শরীফ নবাব হোসেন ।