০২/১২/২০২০ ইং , সময় – বিকাল -৩-১৫ মিনিট ।
কু - কে বর্জন , সু এর অনুশীলন । ।
কু-কর্ম করি বর্জন
সু-কর্মের নিত্য অনুশীলন
কু-কাজ আনে অশান্তি
সু-কাজে আছে প্রশান্তি
কু-চিন্তায় সময় নষ্ট
সু-চিন্তায় লাভ পষ্ট
কু-মন্ত্র নায় বাড়ে যন্ত্রণা
শুভ কামনায় শান্তির আনাগোনা
কু-আশায় বাড়ে জ্বালা
সু-আশাতে গলার মালা
কু-কথায় কান ভারী
সু-কথায় মিষ্টির হাড়ি ।
কু-বন্ধু , বন্ধু নয়
সু-বন্ধু আপন হয়
কু-মানুষের ত্যাগী বে সংগ
সু-ভালো মানুষের সাথে অন্তরঙ্গ
কু-স্বপ্নে চলে ক্ষয়
সু-স্বপ্ন সর্বদা মধুময়
কু-আচার ব্যবহারে পাবে কষ্ট
সু-আচার ব্যবহারে মিলে তুষ্ট
কু-অভ্যাসে সমৃদ্ধি হ্রাস
সু-অভ্যাসে সুখে বাস
কু-আকাঙ্ক্ষা আনে ধ্বংস
সু-আকাঙ্ক্ষা যেন রাজহংস । ।
কু-কামনায় শুরু নিরানন্দ
সু-কামনায় আরম্ভ পরমানন্দ
কু-বাসনায় মানুষের অকল্যাণ
সু-বাসনায় সবার কল্যাণ
কু-আয় , জ্বলে পুড়ে ছাই
সু-আয় তে স্বস্তি-তৃপ্তি পাই
কু-পথে গমনে সর্বনাশ
সু-পথে চলাতে মঙ্গলের আভাস
কু-উপায়ে সম্পদ আহরণ জঘন্য
সু-উপায়ে সম্পদ গড়া অনন্য
কু-স্বভাবের পরিণতি দুর্গতি
সু-স্বভাবে ঘটে অনিন্দ্য , উন্নতি । ।
কু-কূট চাল নরগের কারখানা
সু-হাল-চাল স্বর্গের ব্যবস্থাপনা
কু-বুদ্ধি সুন্দরের বিষ কাঁটা
সু-বুদ্ধি শুদ্ধতার বারতা
কু-সংকীর্ণ মন জীবনের অন্ধকার
সু-উদার মন দীপ্তি মানবাত্মার
এভাবে আমরা জীবন থেকে
কু-এর প্রভাব দেব বাদ ,
সু এর চর্চা ও উৎকর্ষতা
মানবের জন্য অবশ্যম্ভাবী আশীর্বাদ ,
তবেই বসু্মাতা মায়ের কোলের মতোই
আমাদের বাঁচার তরে রচিবে শান্তির নিবাস ! !
শরীফ নবাব হোসেন ।