৩০/১০/২০২০ ইং ,
কবিতার পারিজাত কামিনী ! !
কবিতার কল্পনা বিলাসী সত্তা নারী
কবিতার জ্যোতি-জৌলুস আর তমসা রমণী
কবিতার কাব্যিক সতেজ উপকরণ ভামিনী
কবিতার চিত্র-বিচিত্র , নিরুপম উপমা রামা
কবিতার মধুময় প্রকৃতি-নির্যাস বামা
কবিতার নীলাম্বরী নীলিমা সে-ই নন্দিনী
কবিতার পূর্ণ শশী সৌন্দর্যের মায়াবী তনয়া
কবিতার সুদূর দিগন্তে মরীচিকার ঝিলিক ষোড়শী কন্যা !
কবিতার নারী সমুদ্রের উত্তাল শুভ্র ঢেউ
কবিতার চঞ্চলা অবলা দুরন্ত কাল বোশেখীর ঝড়
কবিতার দুলালী বসন্তের বনানীতে ফোঁটা
সহস্র রাঙা হৃদয় ব্যাকুল করা ফুল ।
কবিতার কুমারী দীঘিতে প্রস্ফুটিত লাল পদ্ম
শরৎ-হেমন্তের রোদে ঝলমল শিশির
শীতের ক্ষেতে সরিষা কুসুমের বাহার
রংধনু সাত রংয়ের সমাহার
অনন্ত হেয়ালী ভাবনার রূপকার
দুহিতা ই আবেগ ,অনুভূতি , প্রাণ স্পন্দন ঐ সাজানো কবিতার ।
কবিতার তৃষ্ণার্ত প্রেয়সী অবলা
কন্যা ই কবিতার ছন্দ , ভাব ও লাবণ্যের রাজকন্যা
নারীই কবিতার ভালোবাসার , ভালোলাগার অসীম আকুল তার বন্যা
তমা কবিতার কল্পনার ভরা যৌবনা
কবি ও কবিতার মানসলোকে বিস্তৃত সৈকতে র স্বপ্নচারিণী আত্মজা
কনে কবিতার প্রাঙ্গণে আনন্দ-বেদনা , সুখ-দুঃখ , হাসি-কান্না ।
শরীফ নবাব হোসেন ।
( আজকের কবিতা টি আমার প্রিয় সম্মানিত কবি –মার্শাল ইফতেখার আহমেদ এর “ কবিতার সত্তা ” কবিতায় মন্তব্য কলামে লিখতে উদ্বুদ্ধ হই । তাই আজকের আমার ক্ষুদ্র প্রয়াস টুকু প্রিয় কবিকে আসরে উৎসর্গ করলাম । )