তারিখ ঃ – ০৫-০৫-২০২১ ইং , সময় – দুপুর – ১- ১০ মিনিট ।

কথার   কথা –  ০২ ।।

পরোপকারী র হিয়া
হৃদয় বানের মায়া
মাতৃ র ছায়া  ।

কানা বকের কানাকানি
দৈত্যের গোঙানি
মানুষের হানাহানি ।

বখাটের মাস্তানি
সন্ত্রাসীর রাহাজানি
সুবোধ সবার নয়নমণি ।

পশুর পশুত্ব
মানুষের মনুষ্যত্ব
শক্তি  বানের আধিপত্য ।  

মায়ের মন কোমল
পুণ্য ব্যক্তির  আমল
ভোরের শিশির ঝলমল ।

নদীর স্রোত
ধ্যানী র ব্রত
চরিত্র হীন অপদস্থ ।

কর্মীর  ঘাম
ব্যথার বাম
গুরুজন কে সালাম ।

জ্ঞানী র জ্ঞান পিপাসা
ছোটদের জিজ্ঞাসা
মানবের ভালোবাসা ।

পরিশ্রমী র পরিশ্রম
ভবঘুরে র মতিভ্রম
অনাথ দের  আশ্রম ।

বৃদ্ধের বৃদ্ধাশ্রম
সন্তান  দের বিলাস ভবন
কোথায় পাবো আপন জন ।  

ছোট চোর ধরা খায়
পুকুর চোর ছাড়া পায়
আম জনতা হতাশায় ।  

বাজারে  সিণ্ডিকেট
মোদের কপালে ব্যারিকেড
দাম বৃদ্ধির কন্টেষ্ট  ।  

চাল , চিনি , তেলে আগুন
বেগুনী তে  বেগুন
মজুতদারের মাহে ফাগুন ।

চোরা কারবারির পৌষ মাস
সাধারণের দুঃখ বারোমাস
কারো আঙ্গুল ফুলে কলা গাছ ।

বৃত্ত বানের অপচয়
গরীবের বাঁচার ভয়
মধ্যবিত্তের সংশয় ।

কারো মার্কেটিং বিদেশে
অনেকে অনাহারে দেশে
রোগ-শোকে জীবন ত্রাসে ।

দেশ দরদী , জন দরদী
নিজের ব্যাগ করি ভর্তি
কথায় তারা মহারথী  ।।

শরীফ নবাব  হোসেন ।