তারিখ ঃ – ০৫/০৫/২০২১ ইং ।
কথার কথা !
সুখের কল্প তরু
গল্প গুরু
ধূ ধূ মরু ।
মাথায় টাক
পাতে নাই ভাত
মাথায় হাত ।
হাটে হাঁড়ি
রোগে বড়ি
সুযোগে ধরি ।
গাছে পাকা
ঘুরে চাকা
রাস্তা বাঁকা ।
আঁধার রাতি
জ্বালায় বাতি
ঊষার ভাতি ।
মা-বাবার আদর
শীতে চাদর
গুণীর কদর ।
শিশুর খেলা
ঘুরি সারাবেলা
বড় দের অবহেলা ।
আড্ডায় গল্প
কাজ অতি সল্প
অলস দের রূপকল্প ।
ধূর্তের চালাকি
চিটারের ভেল্কি
চাটুকারের পালকি ।
কৃষকের হাল
নৌকার পাল
জেলের জাল ।
পুকুরের মাছ
বাগিচার গাছ
বাড়ির সাজ ।
ঠক বাজের ঠক
মাছ ধরে বক
বুড়ো কাশে পক্ পক্ ।
বাটপারের ফন্দি
বোকা দের বন্দি
সখি হারিয়ে কান্দি ।
মাঝির গান
ঝি দের পান
গাং য়ের তীরে বাগান ।
করুনা মহামারী
মৃত্যুর আহাজারি
পণ্যের কাড়াকাড়ি !
ভয়ের বাড়াবাড়ি
চারিদিকে নজরদারি
যন্ত্রণায় মরি ।
কাজকাম নাই
বেকার মোরা তাই
আলসেমীতে ঘুম পায় ।।
শরীফ নবাব হোসেন ।