তারিখ ঃ – ১৫/০৫/২০২১ ইং , সকাল – ১০-০০ টা ।
কথার পিঠে কথা ।।
পাগলের পাগলামি
ছাগলের ছাগলামী
জালিমের জুলুমী ।
দুষ্টের দুষ্টামি
ধূর্তের ধূর্তামি
কর্মঠ রা অগ্রগামী ।
মিথ্যুকের মিথ্যাচার
ভদ্র-শিষ্টের শিষ্টাচার
অত্যাচারীর অত্যাচার ।
নম্রের নম্রতা
জ্ঞানীর নীরবতা
নিষ্ঠুরের কঠোরতা ।
উপকারীর পরোপকার
অকৃতজ্ঞ করে অপকার
নির্মল কাজের অঙ্গীকার ।
বুদ্ধিমানের সুবুদ্ধি
কপট ব্যক্তির কুবুদ্ধি
পুণ্য বানের আত্মশুদ্ধি ।
ধার্মিকের শুদ্ধ ধর্ম
বক ধার্মিকের অপকর্ম
গায়ের আবরণ চর্ম ।
সচেতনের কাণ্ডজ্ঞান
অসচেতন যেন হনুমান
অপরাধী চিনে না মান-সম্মান ।
সুবিচারের আইন-কানুন
অবিচারের কালা-কানুন
দায়িত্বহীন ভুলে বেমালুম ।
ধনীর বিত্ত
দানীর চিত্ত
গুণী জনের মহাত্মা ।
শরীফ নবাব হোসেন ।