কথায় কথায় ছড়া ।।
( ১ )
বাগানে নানা ফুল হাসে
রাঙা পাখায় প্রজাপতি নাচে
ফলের সুগন্ধ হাওয়ায় ভাসে
প্রিয়তমা পুলকে কাছে আসে ।
( ২ )
আম , কাঁঠাল , লিচু , জাম
খাব মজা করে
গাছ থেকে পেড়ে খেতে
সুখানন্দ নাহি ধরে !
( ৩ )
গাছে গাছে হরেক ফল
থোকা থোকা ঝুলে
দেখতে এমন মনোহর
প্রাণ যায় ভুলে ।
( ৪ )
পথের ধারে ঝোপঝাড় লতা গুল্মে
ফুটেছে কত নাম না জানা ফুল
সারি সারি তাদের রূপ দর্শনে
চিত্ত হয় পরিতোষে ব্যাকুল !
( ৫ )
পাকা কাঁঠালের মধুর সুবাসে
সকলের জিভে অম্বু আসে
তার চমৎকার মিষ্টি স্বাদ
হৃদয়কে নিমিষ করে বাজিমাৎ ।
( ৬ )
চিড়িয়া রা সব উড়ে উড়ে
ডালে ডালে বসে খেলে
কাঠবিড়ালী হরষে খায় ফল
গাছে গাছে নেচে নেচে ।
( ৭ )
বাঁদর নাচে দীঘির জলে
মাছ ঝুলে গাছে ডালে
তাই দেখে দাদু বলে
কী দেখিলাম কলি কালে ! !
শরীফ নবাব হোসেন ।