তারিখ ঃ – ১৪/০৪/২০২১ ইং , সময় – বেলা- ১১- ১৮ মিনিট ।
১ রমজান , ১৪৪২ হিজরি ।
  
মাহে   রমজানের   পবিত্রতা   ও   বরকত  ।।  ( ৩৫০ তম প্রয়াস  )

রমজান এসেছে ভুবনে পবিত্রতার বার্তা  নিয়ে
সিয়াম সাধনার অনুশীলনে ঘটবে আত্মশুদ্ধি  
মন থেকে তমসার কালিমা করতে হবে দূর
চিন্তা-চেতনায় প্রত্যহ জাগরূক থাকবে
তাওহীদ , মাগফিরাত , সত্য ও ন্যায়ের সুর ।

দিনরাত কাটবে মুমিনের ইবাদত ও আল্লাহর জিকিরে
আল্লাহ ও রাসূ্লের নৈকট্য লাভ ই মূল লক্ষ্য
দুনিয়ার পার্থিব তা , রং-তামাসার মায়া করবে ত্যাগ
সরল , সঠিক , পুণ্য পথে চলাই রমজানের প্রতিজ্ঞা
প্রাণ খুলে দান-খয়রাত , খাবার-পানি করে বিতরণ
কল্যাণকর  কাজে অক্ষয় পুণ্য করবে আহরণ ।

বাজে কাজ , বাজে বাক-ভাবন থাকবে না মনে
খোদার  সন্তুষ্টি  অর্জনের প্রচেষ্টা  নিত্য মুমিনের ধ্যানে
কথা , কাজ ও আচরণের চর্চায় শালীনতা
রবের বিধি-বিধান মানলে যাবে অন্তরের মলিনতা
মাহে রমজানে অবিরত বর্ষে  প্রভুর অশেষ রহমত
সৎ-সুকৃতি কর্মে  আসে অফুরন্ত বরকত
গুণামাফে  মিলে ইহকাল ও পর কালের শান্তি-নাযাত ।


রোজা , নামাজ কায়েমের সাথে চলে যাকাত , ফিতরা  প্রদান
গরীব-দুস্থ , ফকির-মিসকিনের প্রাণে বহে খুশির বান
থাকে না কারো মানসিক ও আর্থিক  অভাব
সিয়ামের সেতু সব রকম মানুষের মাঝে গড়ে সদ্ভাব
এখানে থাকে না মানুষে মানুষে ভেদাভেদ
হিংসা-বিদ্বেষ , লোভ-লালসা , কাম মোহের টানতে হয় ছেদ
সিয়ামের মূল শিক্ষা কাউকে না ঠকানো
ত্যাগের সুচারু দীক্ষা অসহায় কে বাঁচানো ।

রোজা ইসলামের পাঁচ টির মধ্যে একটি স্তম্ভ
ইহা দৈহিক ও মানসিক পবিত্রতা দানে বান্দা কে করে পরিপূর্ণ  
সিয়াম পালনে মানুষ হয় সু-আদর্শে  বলীয়ান্‌
ঘটে শুভ্র চরিত্রের উৎকর্ষতা সাধন
শাণিত হয় মনুষ্যত্ব ও মানবতার উন্নয়ন
দিতে হয় অসৎ উদ্দেশ্য , পাপ-পঙ্কিলতার বিসর্জন
ইবাদত বন্দেগীর মাধ্যমে স্রষ্টার সাথে গড়ে নিবিড় বন্ধন
বিকশিত হয় ঊষার নূরের ন্যায় পূত-পবিত্র , পূণ্যময় জীবন
শ্রেয় , নির্মল কাজের ফলে  আসে আত্মার পরিশুদ্ধতা অর্জন ।।    

শরীফ নবাব হোসেন ।