তারিখ ঃ – ১০/০৪/ ২০২১ ইং , সময় – রাত – ৭-২২ মিনিট ।
মঞ্জুল অবদানের শপথ ।।
কখনো অলস হবো না
আনমনে ঘুমিয়ে রবো না
বসে আর থাকবো না
গল্পে দিন কাটাবো না ।
কাজে লেগে আমরা যাবো
নিজ ও দেশের মঙ্গল করবো
পেছনে ফিরে তাকাবো না
অগ্র যাত্রায় দৃপ্ত পায়ে আগাবো ।
শখের স্বদেশ , গড়বো সুখের বিশ্ব
নিত্য হবো জাগরণে জাগরিত
চিন্তা –ভাবনায় , সু-কর্মে অবারিত
বিহঙ্গের মতো কোলাহলে মুখরিত ।
চলনে-বলনে , মননে , সৃজনে হবো বলীয়ান্
রাখবো অগ্রণী প্রচেষ্টায় জাতির মান-সম্মান
তাকাবো না পরের হাতের দিকে
মহৎ প্রয়াসের সুখ্যাতি ছড়াব চতুর্দিকে ।
তন্দ্রা , নিদ্রা , একঘেয়েমি করবো পরিহার
ক্ষুধার্তের মুখে তুলে দেবো আহার
অযথা করবো না আরাম , আয়েশ , বিহার
সমাজ কে অর্পিব মূল্যবান শিল্প-সভ্যতা উপহার ।
মাঠে , ঘাটে , কলকারকানায় থাকবে সুচারু পদচারণা
দেশ-বিদেশ পাবে অনুকরণীয় নব সৃষ্টির প্রেরণা
উৎকৃষ্ট অবদানে ভরে দেবো ভুবন
গড়ে তুলবো শান্তি-সন্তোষের শাশ্বত প্রাঙ্গণ ।
শরীফ নবাব হোসেন ।
( আজকের কবিতা টি আমার প্রিয় গুণী কবি দীপ্তি রায়ের “ বাঁধো কোমর ‘’ কবিতা থেকে প্রেরণা পেয়ে লিখি । তাই আজকের নিবেদন টি আসরে প্রিয় কবিকে উৎসর্গ করলাম ।