তারিখ ঃ – ২১/০৪/২০২১ ইং , সময় – সকাল -৯-০০ টা ।।
মরণ ঘাতী আঘাত এবং মানুষ জাতি ! !
গত বছর করোনা এলো আগ্রাসী মনোভাবে
মানুষের মুখে মুখোশ পড়ালো
লক্ষ লক্ষ আদম সন্তানের প্রাণ নিল !
তামাম দুনিয়া স্তব্ধ ।
কাজ হীন , গৃহ বন্দী , কাঁধে বেকারত্ব ।
চরম অসুস্থ বা মারা গেলেও
কেহ পারছে না কাছে আসতে ।
ভয় ! মহা ভয় ! ! মৃত্যুর ভয় দিকে দিকে ! ! !
এ বছর ও একই সময়ে করোনা এলো
আবারো মহা তাণ্ডবে ।
সবার মুখে মুখে মুখোশ
মৃত্যুর আহাজারি , শব মিছিল ।
স্বজন হারানোর বেদনায় দিশেহারা ।
মুখোশ হলে কী হবে ?
মুখ তো আর নেই থেমে ,
অন্তর তো নিয়ত প্রতিক্রিয়াশীল কাজে সক্রিয় ,
মেধা –মনন জটিল ও কুটি লতায় সদা জাগ্রত ।
মানুষ মানুষকে ঠকানো নিত্য দিনের রুটিন ।
পণ্যের কৃত্রিম সংকট বানিয়ে দাম বাড়ানো ,
খাদ্যদ্রব্যে ভেজাল , ফরমালিন মেশানো ,
ঘুষ , দুর্নীতি , রাহাজানি , হয়রানি ,
দৈনিক সৎকর্মের ন্যায় চরিত্র গত কাজ ।
যৌন সুরসুরি , ধর্ষণ , নারী ও শিশু নির্যাতন বন্ধ নেই ,
হক , হালাল , আমানত দারী রক্ষা এখন শূন্যের কোটায় ,
হারাম , অবৈধ , অনৈতিকতা , অশ্লীলতা , অবিচার
বর্তমান কালে বৈধতা ও সঠিক তার নামান্তর ।
অথচ , চারিদিকে মরণ যাত্রার মহড়া ।
কখন কার ডাক আসে তার নেই ঠিক ।
আক্রান্ত কে কেহ স্পর্শ করা ,
সেবা , মায়া-মমতা দেয়া , পাশে থাকা
স্বজন হয়েও পারছে না কিছু করতে ।
চেয়ে দেখা ব্যতীত আর কী উপায় ?
এরপরও মানবের স্বভাবের নেই পরিবর্তন ।
দেশে দেশে , জাতি তে জাতি তে , মানুষে মানুষে
বর্বরতা এখন আদিম যুগকে ও গেছে ছাড়িয়ে !
এ সময়ে মানুষের মানবতা , মূল্যবোধ ও মনুষ্যত্ব
অধঃপতনের সর্ব নিম্নে গেছে পৌঁছে ।
লোভের কাছে এসবের চূড়ান্ত পরাজয় ।
আত্মার নির্মল শুদ্ধতা না আসলে
মানব জাতির ধ্বংস অনিবার্য ।
আফসোস করা ছাড়া আর কী বা থাকবে ! !
শরীফ নবাব হোসেন ।