তারিখ ঃ – ০৭/০৭/২০২১ ইং , সময় – ৫-৪০ মিনিট ।

নামের  মাঝে  গোলক  ধাঁ ধাঁ   ? ?

গাইবান্ধার নেই সেই গাই
হাতি বান্ধার হাতি
রংপুরে নেই রঙের বাহার
দাদুর মাথায় ছাতি ।  

বড়ই ছড়িতে বড়ই নাই
পানছড়িতে  ঝাল-মিষ্টি পান
আলু টিলায় আলু কোথায়
বানর ধরেছে কান ।

মাটিরাঙার মাটি নয়তো রাঙা
ভ্রমনে এসে মন টা চাঙ্গা
বান্দরবানে বানর  কই  ?
আউস ধানের ভাঙে খই ।

নোয়াখালী আর নয়তো  নোয়া
বাঁশখালীর নাই সেই বাঁশ
বেগমগঞ্জের ঐ বেগম কোথায়  ?
আষাঢ়-শ্রাবণে জমি চাষ ।

লক্ষ্মীপুরে  পাইনি লক্ষ্মীর দেখা
চাঁদপুরে নয়তো চাঁদের বাস
শীতলপুর নহে বাস্তবে শীতল  
চামচার হাতে সদা তৈলের বোতল ।

সীতাকুণ্ডে হদীস নেই সতী সীতার
মাধবকুণ্ডের কোন সে মাধব
বোয়ালখালীতে চোখে পড়ে না বোয়াল
বরিশালে আছে কোথায় অজানা সে শাল !

খিলক্ষেতে নেই কোন ক্ষেত
বনানীতে  কুঞ্জ বন
মধুপুরে মিলে না মধু
সব্জীতে মজা স্বাদের কদু ।

ঝাউতলায় আছে কই ঝাউ বন
বটতলীতে সে বটের ছায়া
আম বাগানে শোভা পায় না আম
পাহাড়তলীতে নির্জন পাহাড়ের মায়া ।

ছাগলনাইয়া তে আছে ছাগল
মহেষখালীতে দেখা যায় মহিষ
ঠাকুরগাঁয়ে আছে হয়তো বা ঠাকুর
বগুরার দই খেয়ে উঠে ঢেকুর ।

আলমডাঙার কোথায় সে ই আলম
জামালপুরে কোন সে জামাল
ভেড়ামারায় কে মেরেছে ভেড়া
ঘোড়াশালে  পাবো কোথায় রূপকথার ঐ ঘোড়া ।।

শরীফ নবাব হোসেন ।