তারিখ ঃ ০৭/০৬/২০২২ ইং  , সময় ঃ দুপুর -১-০০ টা ।


নিজের    বিপদ    নিজেই    আনি    ডেকে   ?  ?

(  ৪ জুন , ২০২২ ইং রাতে সীতাকুণ্ডে অগ্নি দুর্ঘটনায় নিহত জন দের স্মরণে প্রাণের গভীর শ্রদ্ধাঞ্জলী ঃ  )  


এক একটা দুর্ঘটনা ঘটে
বহু লোকের তাজা প্রাণ নেয় কেড়ে
আহত , পঙ্গুত্ব বরণ করে হাজারো মানুষ
বিনাশ হয় সহস্র-অযুত কোটি টাকার সম্পদ
ঘটে পরিবেশ দূষণ , জলবায়ু দূষণ
চারিপাশের জন বসতির চলমান থাকে স্বাস্থ্যহানি ।



ক্ষয় ক্ষতি সমাপ্তি হবার পর শুরু হয়  
চিন্তা যজ্ঞ , কর্ম যজ্ঞ , তদন্ত যজ্ঞ
  টেবিল টক , ভিডিও টক , টক শো , ঝাল শো
দৌড়াদৌড়ি , ত্রাণ নিয়ে ছুটাছুটি , ছবি তোলার হুড়াহুড়ি
কিন্তু ? আমাদেরই ভুল , সীমাহীন অবহেলা ও দুর্নীতির কারণে
বিধাতা ! যা করার করে ফেলেছে ধ্বংস যজ্ঞ  ?



কিন্তু ! ছোট বড় সব ধরণের প্রতিষ্ঠান
কলকারখানা , ডিপো , স্থাপনা –
এগুলো কেমনে চলবে , কাজ করবে কিভাবে
নিয়ম-কানুন , নীতি মালা মানছে কিনা
পরিবেশ ও পারিপার্শ্বিক বিনষ্ট করছে কিনা
কোন ভাবে ঘটবে কিনা জানমালের ক্ষতি  ? ?  



এসব তদারকির তাগিদে আছে -  
সরকারী , বেসরকারী , মানবাধিকার সংস্থা সহ
নানা প্রতিষ্ঠান , দপ্তর , অধিদপ্তর , পরিদপ্তর ।
তারা যদি সঠিক ভাবে দায়িত্ব পালন করতো
তা হলে – দেশে বার  বার এরকম
অনাকাঙ্ক্ষিত মহা ক্ষতির দুর্ঘটনা ঘটত না  ।।



এ সকল ধ্বংসাত্মক ঘটনায় মনে পড়ে যায়  
কিছু বাংলার প্রাচীন প্রবাদ বাক্যের কথা
যেমন –  ‘’  চোর পালালে বুদ্ধি বাড়ে  ‘’
‘’ ভাবিয়া করিও কাজ , করিয়া ভাবিও না ‘’    
‘’ যার নষ্ট তার নষ্ট  ‘’
‘’  অতি লোভে  তাঁতী নষ্ট  ‘’
‘’ যেমন কর্ম তেমন ফল  ‘’
‘’ ঠকালে ঠকিতে হয় ‘’
‘’ পাপের প্রায়শ্চিত্ত করতে হয়  ‘’
এসব অতি প্রচলিত প্রবাদের গুরুত্ব অপরিসীম ।



যে কোন কাজ করতে গেলে  বা করার প্রক্রিয়ায়
নিয়ম-কানুন , নীতি মালা , বিধি নিষেধ
স্বদেশ ও আন্তর্জাতিক আইন  
নিজেরা মানবো , অন্যকে ও মানাবো ।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যারা এগুলো -
বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত  
তারা সকল দুর্নীতির ঊর্ধ্বে থেকে
করলে কাজ , এরকম অঘটনের কবল থেকে
অনেকাংশে পাওয়া যায় রক্ষা ।।



জীবিত থাকতে জন মানবের
বাঁচার অধিকার , পরিবেশ ও জীবনের মূল্য
দিতে না পারলে
মরে গেলে শোক সভা , স্মরণ সভা
বড় বড় শোক ব্যানার
গগনে পবনে উড়ালে কী লাভ  ?  ?  ?


শরীফ নবাব হোসেন ।