নিসর্গ কাপ্তাই,
বিনোদনে আমরা


চারিদিকে হৈ চৈ, আড্ডা, প্রাণের কোলাহল
নেইতো কোন উদ্বেগ, অশান্তি, বিষন্নতা,
হাতাহাতি নেই, আছে রঙীন স্বপ্নের মাতামাতি,
আছে চারিপাশ নৈসর্গিক  সৌন্দর্যের ছড়াছড়ি,
নিসর্গ ধরা দিয়েছে  এখানে আপন মহিমায় ।

বন-বাদাড়,সবুজ পাহাড় ঘেরা
মাঝখান দিয়ে বয়ে চলেছে স্রোতস্বীনি কর্ণফুলি ।
এখানে মানুষ, পশু-পাখি, পরিবেশ ও মেঘের জড়াজড়ি,
এদিকে উঁচু পাহাড়, নিচে রাস্তা, তারপরে নদী ও ওপারে-
কাশবন, শালবন, চা-বাগান আর ঘন অরণ্যের পাহাড়,
যেন মনে হয় প্রকৃতি তাকে সাজিয়েছে
অপরুপ রঙ ও রুপের মাধুর্য দিয়ে ।

শিল্পীর রঙ তুলি ছুঁয়েছে যেখানে
মনের শত রঙের আলপনা মেলে ।
আমরা এসেছি এখানে
কিছু কর্মের অবসর, কিছু আনন্দ-বিনোদনে,
কিছুক্ষণের জন্য ভুলে গেছি সব
জঞ্জাল, ব্যস্ততা, ক্লান্তি- অবসন্নতা  ও অতীত ।

এসেছি মনের জানালা খুলে
কাপ্তাই লেকের তীরে
হাসি, খুশির আমেজ, প্রাণের উচ্ছাস ও উচ্ছলতা নিয়ে,
ফিরে যাব আবার সবাই মিলে
নগরের কর্ম ব্যস্ত মানুষদের ভীরে ।

কাপ্তাই তোমার কাছে আসতে
মন চায় হপ্তাই হপ্তাই,
তুমি তো আছো প্রকৃতির অপূর্ব বিমোহিত
সৌম্য, স্থির, নি:স্তদ্ধ, নিশ্চল, বিমূর্ত প্রতিচ্ছবি রুপে ।

তুমি যেখানে দাঁড়িয়ে আছো
বিধাতা দিয়েছে সেখানে,
শান্ত, কোমল, স্নিগ্ধ, মনোরম
রুপে, লাবণ্যে  সৃষ্টির  অপরুপায় ।


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ি, দেওয়ানহাট ।
     তারিখ -২৩/১১/২০১৯