১৫/১২/২০২০ ইং , সময় – সকাল – ১০ – ০০ টা ।

নবান্নের   ছড়া

(১)
ধান কাটে সারি সারি
নিয়ে যায় চাষার বাড়ি
চাষীর বুকে কত সুখ
খোকা খুকির রঙীন মুখ ।

(২)
ধান মাড়াতে আনন্দ
নতুন ধানের গন্ধ
ধানের রং সোনালী
মাঠ রাঙায় বর্ণালী ।

(৩)
কাঁচা ধান সবুজ
মনটা বড় অবুঝ
পাখা ধান সোনালী
খেয়ে নাচে পাখপাখালি ।

(৪)
নতুন ধানের পিঠা
খেতে ভারী মজা
খেজুর রসের গন্ধে
প্রাণ থাকে তাজা ।

(৫)
মাঠে মাঠে রূপসী ধান
দেখলে ভরে সবার প্রাণ
জেগে উঠে সুরের তান
ধান কাটতে গায় গান ।

(৬)
ভারী রা কাঁধে আনে  ধান
ধানের ছড়া নৃত্যে দোলে
দেখতে অতি সুদৃশ্য আনন্দ
পাড়া-পড়শির মন ভূ্লে ।

(৭)
হেমন্তে পাকে ধান
ঘরে ঘরে আমোদের বান
কাটা ধানের নাড়া
শোভায় বিলের নজর কাড়া !

(৮)
নাড়ার ফাঁকে পশুরা  চড়ে
পশুর পিঠে পক্ষীরা উড়ে
উদ্দাম ছেলেমেয়েরা ধান কুড়ায়
ফুর্তিতে তিলের টফি , মোয়া খায় ।


শরীফ নবাব হোসেন ।