২১/১১/২০১৯, বিকাল-২-৩০ মিনিট

নতুন ধানের ছড়া


কৃষক মাঠে কাটে ধান
চিবাতে চিবাতে কাঁচা সুপারির পান,
ধান কাটে পছর পছর
পান খাই গছর গছর ।

ধান ক্ষেত খুশির ঠিকানা
বিছাইছে কাটা ধানের  বিছানা,
মাঠে মাঠে সোনালি ধান
কৃষক গায় আনন্দে গান ।

ধান দেখে ভরে মন
কাছে আসে আপন জন,
আনন্দে বানাই নবান্নের পিঠা
লাগে তার খেজুরের মিঠা ।

ধান আনতে সবাই মগ্ন
দেখে কত রঙীন স্বপ্ন,
হৃদয়ে পায় কত সুখ
চাহিয়া রাঙা ধানের মুখ ।

সোনার ধানে ঘুচবে অভাব
সহজ সরল চাষার স্বভাব,
গ্রামে গ্রামে উৎসবের সাজ সাজ
ব্যস্ত সবাই নিয়ে কাজ ।

শরীফ নবাব হোসেন।