তারিখ ঃ- ২০/ ০৩/২০২১ ইং , সময় – রাত – ৭- ২৭ মিনিট ।
প্রকৃতির পরম উৎসর্গ ! !
বাতাস দিয়ে যায় স্বস্তি
মিষ্টি রোদে দেহ কায়ায় তৃপ্তি
ফুলের রঙে চিত্ত রাঙা
শকুন্তের কলরবে ঘুম ভাঙা
মৌমাছির মৌ মৌ গুঞ্জন
মধু করে আহরণ
প্রাণে জাগে শিহরণ
নিসর্গের অকৃত্রিম দোলায় আলোড়ন ।
নদীর উদ্দাম প্রবাহ
হেরিয়া দিলে মিলে বিরহ
বারীশের উত্তাল ঢেউ ও গর্জন
পুলকিত হয় হৃদয় অঙ্গন
সবুজ শস্য ক্ষেতের অনাবিল সৌন্দর্য
স্রষ্টার সৃষ্টি অদ্ভূত কারুকার্য ।
মাঠে মাঠে সুস্বাদু ফল ও ফসল
প্রশান্তি তে ভরে মন অবিচল
হরেক রকম পশুর দুধ
পানে অনাবিল সুখ
বৃষ্টির অবারিত ধারা
ভূতলে ধরে শান্তির ফোয়ারা
বিকশিত পত্র-পল্লবী
বিস্ময়কর কমনীয় তায় ভরে পৃথিবী ।
অরণ্যানী তে সহস্র রূপের কুসুম
ধরায় পুলকের ধুম
নীলিমায় সপ্ত রূপার সাথে নীলাম্বরী
দেখে নৃত্যে , গীতে উন্মত্ত সুন্দরী
প্রকৃতির এত সব তাজ্জব দান
অবিরত অন্তরাত্মা কে করে আনচান
সৃষ্টিকর্তার এসব নিরুপম সৃষ্টি
বাঁচার জন্য মিষ্টি , দিতে হবে সুদৃষ্টি ।।
শরীফ নবাব হোসেন ।