তারিখ ঃ – ২১/০৩/২০২১ ইং ।
শিক্ষার মূল্য অবিনশ্বর । ।
শিক্ষার নেই কভু ক্ষয়
আছে শুধু চিরন্তন বিজয়
বিদ্যা অনন্য মূল্যবান
অনন্ত কাল বহে এর সুধা পান ।
চিরস্থায়ী ঐশ্বর্য-সম্পদ বিদ্যাশিক্ষা
তাহার উপর নেই কোন দীক্ষা
জ্ঞানার্জন করো ভিক্ষা
উত্তীর্ণ হবে সকল পরীক্ষা ।
সুশিক্ষা যোগায় সুবুদ্ধি
অশিক্ষা আনে কুবুদ্ধি
অলসতায় আসে সর্বনাশ
সৎ শিক্ষায় সারাজীবন পৌষ মাস ।
হবো আসল শিক্ষায় শিক্ষিত
অরাজকতা কে করবো পরাজিত
আনবো প্রভাত দ্যুতির বান
উজ্জীবনে জাগবে প্রাণ ।
প্রকৃত শিক্ষার মাঝে আছে
সততা , নির্মলতা , বিশ্বস্ততা , ন্যায় নিষ্ঠা
তা পৌঁছাতে হবে মানুষের কাছে
সমাজে হবে শান্তি প্রতিষ্ঠা ।
বিশুদ্ধ শিক্ষণে বিকশিত দেশ প্রেম
দেশ প্রেমে উৎসারিত হয় মানব কল্যাণ
সজ্ঞানে সমাগত হয় মানবতা
হৃদয়ে জাগে জীবন উৎসর্গের কথা ।
হাদীস পাকে আছে বর্ণিত –
‘’ জ্ঞানীর কলমের কালি ‘’
পর্বত সমান বড়
তা এমনি উজ্জ্বল , এমনি মহৎ
“ শহীদের রক্তের চেয়েও পবিত্র ‘’ ।।
শরীফ নবাব হোসেন ।