তারিখ ঃ – ২৬/০৪/২০২১ ইং , সময় – বিকাল – ৪-০০ টা ।
সিয়ামের যথার্থ মূল্যায়ন ।।
যদি সিয়াম পালন করি -
তবে মিথ্যা কিভাবে বলি
ওজনে কিভাবে কম দেই
খাদ্যে কিভাবে ভেজাল মেশাই
মানুষকে কিভাবে ঠকাই ?
রোজার উদ্দেশ্য সরল , সঠিক পথে চলা
জাগতিক পাপাচার থেকে বিরত থাকা
হিংসা-হানাহানি , কাম , লোভ , মোহ ত্যাগ
অশুভ র কাছে শির না নোয়ায়ে , সত্যের প্রভায় জাগ্ রে জাগ ।।
সিয়াম সাধনা মানেই তো আত্মশুদ্ধি
সকল কাজে আল্লাহর সন্তুষ্টি
তাহলে কিভাবে করি পরের অনিষ্ট
আচরণে প্রতিফলন ঘটবে ন্যায়-নিষ্ট ।
পারি না কোন ভাবেই করতে অন্যায়
অবিচার কে ভাসাতে হবে নির্ভীক বন্যায়
কারো আমানত করতে পারি না নষ্ট
আমরা না হই যেন পথভ্রষ্ট ।
রমজানে করতে না পারি গুণাহ মাফ
বদ নসিবে কাটবে বারোমাস
আল্লাহর নৈকট্য লাভের বড় সুযোগ
পুণ্য কাজ ও ইবাদত- বন্দেগী তে অটুট মনোযোগ ।
দৈনন্দিন কাজে প্রত্যহ মেনে চলব
রাসুল ( সঃ ) এর বাস্তব আদর্শ
নিজ ও সমাজ জীবন গঠনে
অবিচল পথ চলা তাঁরই ভাবাদর্শ ।।
কোরআন ও সুন্নাহ আমরা যদি মানি
দেবে ব্যক্তি ও সমাজে শান্তি-সমৃদ্ধি আনি
রসুলের ( সঃ ) বিদায় হজ্বের ভাষণ করি স্বরণ
সে অনুযায়ী প্রত্যেকের জীবন গড়ি আমরণ ।
পুণ্য কাজে মহান রব ও রসূল হন খুশী
তাই সৎ কাজ করতে হবে বেশী বেশী
রমজানের মূলে – আর্থিক , শারীরিক ও মানসিক ত্যাগ স্বীকার
অর্জন হবে এপার-ওপার দু’পাড়ের রহমত , মাগফিরাত ও নাযাত ।
শরীফ নবাব হোসেন ।