তারিখ  ঃ -–১২-০৭-২০২২ ইং , সময় ঃ সকাল -–১০ -–৫০ ।


সব   কিছুই   মিছে   ? ?


বাজারে যেতে লাগে প্রস্তুতি
অফিস-আদালতে প্রবেশের প্রস্তুতি অনেক
স্কুল , কলেজে উপস্থিতিতে প্রয়োজন কত কী  !
পরীক্ষা কেন্দ্র , চাকরির সাক্ষাৎকার
জুটাতে আহার , স্বল্প সময়ের কোন বিহার
সে তো  দরকার হয় ঢের প্রস্তুতির ।




এভাবে বিয়ে-সাদি , আচার-অনুষ্ঠান
খেলাধূলা , ইবাদত-বন্দেগী
খাবার-দাবার  , দৈনন্দিন কাজকর্ম  ।
প্রত্যেক কিছু সম্পাদনে দরকার হয়
হাজার রকম প্রস্তুতি ,  নানা  জিনিসপত্র
নিয়ম-কানুন , বিধি-নিষেধ ।




কেবল একটা জায়গায় লাগে না
কোন ধরণের প্রস্তুতি
আর তা হলো , দুনিয়া থেকে শেষ বিদায় ।
সবকিছুর মালিক মহান রবের  ডাকে
  যেতে হয় চলে , কিছু না বলে
অনন্ত অজানা সমুদ্রের বাঁকে  ।



যে যেভাবে আছে , যেখানে আছে
নেই কোন পরিকল্পনা  , কোন রূপ বাহানা
সেখানেই জীবনের দাড়ি  ।
থাকে না কোন আপনার ঘর-বাড়ি
কোন কিছু সাথে নেবার হয় না প্রয়োজন
দরকার পড়ে না কোন আয়োজন  ?




হঠাৎ , জীবনের হয়ে গেছে অবসান
তার শেষকৃত্য বা অন্তিম যাত্রার জন্য
প্রয়োজন হয় আবার শত রকমের
প্রস্তুতি  ও আচার-আয়োজন ।
যে দুনিয়ার ইন্দ্রজালের মোহে আমাদের এত কিছু
সেখান থেকে চির বিদায় ঘটতে
সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড  ! !


শরীফ  নবাব  হোসেন ।