তারিখ  : -  ১৪  ফেব্রুয়ারী  - ২০২৪  ইং  ।


ভালোবাসার     বসন্ত   ঃ


( ভালোবাসা   দিবসে   হৃদয়ের   অর্ঘ্যদান  )


শরীফ   নবাব    হোসেন  ।


ভালোবাসা একটি রাঙা বসন্ত
প্রসূনের রূপ জৌলুসে নেই অন্ত
বসন্ত   ও  ভালোবাসা দিয়ে যায় আনন্দ
সবই বিলিয়ে দেয় অন্যের জন্য  !


ভালোবাসা একটি শব্দ
গুরুত্ব তার বিশাল
দিকে দিকে জ্বালাবো
স্বচ্ছ আলোর মশাল  ।


ভালোবাসা একগুচ্ছ সুখের স্বপ্ন
তাই থাকি তাতে মগ্ন
কারো কুৎসিত আঘাতে
না হয় যেন - সে স্বপ্ন ভংগ  ?  


ভালোবাসা এক উত্তাল সমুদ্র
তার শুভ্র তরঙ্গে তরঙ্গে
হাসি খেলার রঙের রঙ্গে
নাচবে মোদের সারা অঙ্গ  ! !


ভালোবাসা শ্রাবণের বারিধারা
ঝরবে অঝোর ধারায়
ভিজিয়ে দেবে পূর্ণ  দেহ মন
মধুময় প্রশান্তিতে করবে অবগাহন  ।।


ভালোবাসা এক দুরন্ত পথিক
সে নির্মল শান্তির প্রতীক
সে হিংসা বিদ্বেষের বিপরীত
সে মায়া-মমতায় আন্তরিক ।


ভালোবাসায় থাকবে না কোন খাদ
থাকবে না কোন ফাঁদ
থাকবে না একবিন্দু স্বার্থ
তা হবে অনন্ত পরার্থ  ! !


ভালোবাসা সর্বদা অমৃত
তা হবে নিরন্তর অকৃত্রিম
সে সতত সুন্দরে সমাসীন
ভালোবাসা পবিত্র আত্মার মহামিলন  ।।


ভালোবাসা সকল মানুষের
নেই ভেদাভেদ ধর্ম বর্ণ গোত্র দেশ কাল পাত্রের
ইহা সম্পূর্ণ মানবতার
ভালোবাসা পূত দান অবদান সৃষ্টিকর্তার  ! !


ভালোবাসার সুবাতাস বইবে চিরকাল
তার নেই ক্ষয় নেই মরণ
প্রেমপ্রীতি ভালোবাসা বন্ধুত্ব বেহেশতের দূত
এটা সবার হৃদয়ে থাকে যেন অটুট  । ।


ভালোবাসার ভালো লাগা একান্তই হৃদয়ের
তার হাসি শরতের কাশফুলের
তার সুর লহরী বসন্ত কোকিলের
তার সুখানুভূতি শীতল স্পর্শী সৈকতের  ! !


শরীফ   নবাব    হোসেন  ।