তারিখ ঃ –   ০১/০৭/২০২২  ইং ।


ভালোবাসার   কথা  ! !


হিমাংশু তুমি দেখতে গোল
ফোটাও প্রেমের লক্ষ ফুল
তোমায় দেখে হই সুখী
ভুবনে হই না যতই দুঃখী  ।।

নক্ষত্রেশ দেখা দিয়েছে আকাশে
ভালোবাসি হৃদয় বন্দরে তোমাকে
স্বপ্ন উড়ে সাত রঙ  বাতাসে
সুখ কল্পনার ভেলা ভাসে সমুদ্দুরে  !


বসন্তে  বিচিত্র ফুল ফুটেছে  
পাদপে নেচে নেচে বিহঙ্গ গাইছে
নদীতে উদ্দাম জোয়ার বইছে
ভালোবাসার  উষ্ণ অনুভব সবার কাছে ।।


ফুলের মাঝে অপরূপা ফুলেশ্বরী
কী দিয়ে ঐ মাধবীকে বরণ করি  ?
অন্তরের প্রান্তরে স্মরণ করি
তার বিরহে দগ্ধ হয়ে মরি  ! !


সারাক্ষণ তৃষিত মন চায়
ফুলেশ্বরীকে হৃদয়ের গহীনে পায়
তাঁকে ঘিরে রচি  আকাঙ্ক্ষার মহাকাব্য
সে কবিতার রাশি রাশি গদ্য-পদ্য ।।

শরীফ নবাব  হোসেন ।