২৯/১১/২০২০ ইং , সময় – রাত – ৮-৩০ মিনিট ।
ভালোবাসার স্বপ্ন তরী । ।
তুমি আমার অভিলাষের স্বপ্ন তরী
তোমায় নিয়ে ভাসায় ভেলা
রঙীন সুখের কল্পনার মেলা
তোমারি পরশে মেটে অতৃপ্তি র জ্বালা
তুমি আমার অবেলার সারা বেলায় খুশির খেলা
আমার মায়াজালের শীতের সপ্ত রাঙা গোধূলি বেলা ।
তুমি আমার , বৃক্ষে জড়ানো আবেশিত লতা
মহীরুহের সহস্র তাজা সবুজ পাতা
হৃদয় আঙিনায় তোমার স্বর্ণালী আঁচল পাতা
বসন্ত দিনের কারূ শোভিত নকশী কাঁথা
তুমি তুলেছ আমার পরাণে ভালোবাসার ঢেউ
তোমার পরশ বিনে তা থামাতে পারবে না কেউ !
তুমি আমার ফাল্গুনের রাঙানো বাগান
হেমন্তের মাঠে পাকা সোনালী ধান
শরতের মাধুরী মাখা সুপ্রভ শিশির
প্রভাতে উজল আলোয় উচ্ছ্বসিত হাসির
তুমি আমার অন্তরে এঁকে দিয়েছো মমতার ছবি
তোমার শূন্যতায় অস্ত যায় প্রাণের রবি ।
তুমি আমার জীবনের অনন্ত সৌরভ
পাখপাখালির মধুর চিত্ত সঞ্চারিত কলরব
তোমার আন্দোলিত সত্তায় আমার প্রেমের গৌরব
তোমার অনুভূতির ইন্দ্রজাল আমাকে জাগায় শিহরণ অভিনব
তোমার বিমুগ্ধ দোলাচল , কোলাহল আমায় করে মুখরিত
আমার অনুভবের বীণার তারে বাঁধি সুখ গীত !
তুমি আমার কর্মপ্রেরণার ঊষার প্রভা
পথ চলায় হৃদয় উৎফুল্লতা র রক্তিম জবা
সান্নিধ্যে তোমার মানসিক উজ্জীবনের বিকাশ
মুখের চমকিত প্রমোদে প্রশান্তির প্রকাশ
তোমাকে ঘিরে আমার অযুত সুরম্য এষণা
তোমাতে খুঁজে পেয়েছি স্বর্গ সুখের আরাধনা ।।
শরীফ নবাব হোসেন ।