তারিখ ঃ -২৩/০৭/২০২২ ইং ।
ভুলে ভরা জীবন ? ?
ভুলে ভরা মোদের জীবন
নোংড়ামি , বকাবকি , গালাগালি
অসৎ কাজে অধিক মাখামাখি
অবৈধ জিনিস হরষে ভাগাভাগি
খারাপ টাতে মেলামেশা অতি পাকাপাকি ।
ভুলে ভরপুর মোদের খায়েশ
খেতে অভ্যস্থ হারাম পায়েস
ভাল-মন্দ করি না বাচ বিচার
অহরহ করে যাচ্ছি অবিচার
বিবর্ণ-অধর্মের প্রতি আকর্ষণ বারবার ।
ভুলে ঠাসা-খাসা আমাদের চাহিদা
বিস্তর কাজ করে যায় বেহুদা
জীবনের সঠিক অর্থ খুঁজি না
সত্য-ন্যায়ের পথে চলি না
সময়ের মূল্যবান প্রয়োজন টা বুজি না ! !
ভুলে পরিপূর্ণ মোদের চাল-চলন
অজাগায় ফলাতে চায় ফলন
অকল্যাণের পথে ক্ষণিকের মোহে বাড়ায় পা
অমসৃণ-অসুন্দরের চর্চায় চালায় প্রতিযোগিতা
দায়িত্ব-কর্তব্যে নেই নিরলস নিষ্ঠা ।
ভুলে মশগুল আমাদের চিন্তা-ভাবনা
নিজের মধ্যে নেই শুভ চেতনা
সমান ভাবে দেখি হাসি আর কান্না
মানুষকে দিয়ে থাকি অযথা যন্ত্রণা
পদে পদে ভুগতে হয় কর্মফলের যাতনা ।।
আমরা ভুলের সাগরে খায় হাবুডুবু
অন্যায়টা করে বেড়ায় দিনরাত শুধু
আসল-নকল করি না পরখ কভু
লোভ-লালসার মোহে নিত্য অন্ধ
অন্তরের চক্ষু হয়ে গেছে বন্ধ ।
সুখের নেশায় অবাধ হয়ে গেছি বুঁদ
এলোমেলো পথ চলি সর্বদাই মন্দ
তবুও ! খুঁজে পায় না , জীবনের জীবনানন্দ ? ?
শরীফ নবাব হোসেন ।