প্রশ্ন করেছে ভিড়
উত্তর ছেড়েছে আপন নীড়,
অন্ধকারে ঢেকে গেল আলো
ধ্বংসের দ্বারপ্রান্তে জীবন দাড়ালো ।

কালো মেঘে পূর্ণ আকাশ
হতাশার গন্ধে বইছে বাতাস ,
খাঁচায় বন্ধি নিয়মনীতি
প্রকৃতি খোয়াল আপন গতি ।


গ্রহগুলো যেন উল্টোপথে
অবাধে ঘূরছে আপন দাপটে ,
রূখিবার সাহস নেই কারো
কেঁপে কেঁপে গ্রহবাসী মাথা করে নিচু আরো ।


পরিত্রানের আশায় নিষ্পলকে
চেয়ে সবে শূণ্যলোকে ,
দৈববাণী আসবে কবে ?
ফিরবে প্রকৃতি আপন নিয়মে ।  
12/10/17