২২/০৫/২০১৪


চার দেয়ালে বন্দী হোয়ে,
যখন আমি যাই হারিয়ে
জানালার ওই ফোঁকর দিয়ে
শান্তির পরশ যায় বুলিয়ে।
ঝির-ঝিরিয়ে বাতাস এসে-  
বলল আমার কানে কানে,
উঠে এস দ্যাখ চেয়ে ,
আকাশের ওই চাঁদ খানি।
চুপি-চুপি  পায়ে-পায়ে
চলে যাই বালকনিতে।
আকাশপানে চেয়ে দেখি,  
ঝকঝকে ওই চাঁদ খানি
চেয়ে আছে আমার পানে।
ডেকে ডেকে বলছে আমায়-
ওগো মেয়ে থাক কোথায়?
ছোট্ট বেলায় যখম তুমি
গল্প শুনতে আমায় নিয়ে
রোজ সন্ধায় থাকতে চেয়ে
আমার সঙ্গে করবে খেলা
আজকে বুঝি ব্যাস্ত থাক
তাই দেখনা আমায় চেয়ে
আমি বলি নাগো চাঁদ
রাগ করোনা আজকে তুমি
আজকে তোমার চাঁদের আলোয়
নাও ভরিয়ে আমায় তুমি।